সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

কার্ড বাতিল : চেয়ারম্যানের কক্ষে তালা, বিক্ষোভ

খাদ্যবান্ধব কর্মসূচি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা থেকে সহস্রাধিক ব্যক্তির নাম বাতিলের ঘটনায় চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়েছে বঞ্চিতরা। গতকাল জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এলাকাবাসী ও কার্ড বঞ্চিতরা জানায়, জগন্নাথপুর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের সহস্রাধিক খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বাতিল করে দেন চেয়ারম্যান। এর প্রতিবাদে বঞ্চিতরা গতকাল ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ-মিছিল করে। বাবুল জানান, চেয়ারম্যান ও কয়েকজন মেম্বার গোপনে যোগসাজশ করে সহস্রাধিক কার্ড বাতিল করেছেন। তিনি কার্ডপ্রতি ১ থেকে দেড় হাজার করে টাকা নিয়ে নতুন ব্যক্তিদের প্রদান করেছেন। জগন্নাথপুর ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আলাল মাস্টার বলেন, নিয়ম মেনেই কিছু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। একই বাড়িতে যারা প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ভাতা পান তাদের পরিবারের একজন সদস্যের কার্ড বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা পরিষদে গিয়ে বাতিলের কাগজপত্র যাচাই-বাছাই করেছি। নিয়ম-নীতি মানা হয়নি। রেজুলেশনেও ভুল পাওয়া গেছে। এ কারণে পূর্বের তালিকাভুক্তদেরকেই চাল প্রদান করা হবে।

সর্বশেষ খবর