নওগাঁ সদর আধুনিক হাসপাতালে স্থাপনের জন্য দুটি আইসিইউ গত ৩০ এপ্রিল পাঠানো হয়। কিন্তু আজও ইউনিট দুটি চালু হয়নি। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই সীমান্তবর্তী জেলা নওগাঁয় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এ অবস্থায়ও দেড় মাস ধরে আইসিইউ সরঞ্জাম বাক্সবন্দী অবস্থায় পড়ে রয়েছে। অথচ জেলার কোনো হাসপাতালে আইসিইউ না থাকায় তীব্র শ্বাসকষ্ট নিয়ে আসা রোগী পাঠাতে হয় রাজশাহী, কিংবা বগুড়ায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য দুটি শয্যাসহ কিছু সরঞ্জাম নওগাঁয় এসেছে। কিন্তু মনিটর ও ভেন্টিলেটর এখনো পৌঁছায়নি। সব সরঞ্জাম এলে আইসিইউ দুটি চালু করা যাবে। ২৫০ শয্যার নওগাঁ সদর আধুনিক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল এই হাসপাতালে স্থাপনের জন্য দুটি আইসিইউ পাঠানো হয়। নওগাঁর সিভিল সার্জন ও সদর আধুনিক হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. এবিএম আবু হানিফ বলেন, নওগাঁ সদর হাসপাতালে চারটি আইসিইউ শয্যা স্থাপন করার কথা। ইতিমধ্যে দুটি আইসিইউ শয্যা ও কিছু সরঞ্জাম এসেছে। যে দুটি আইসিইউ শয্যার জন্য সরঞ্জাম এসেছে সে দুটি স্থাপন করা গেলে হয়তো এই কদিনে দু-একজনের জীবন বাঁচানো যেত। কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালকের সঙ্গে আইসিইউ দুটি দ্রুত স্থাপনের বিষয়ে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন এক সপ্তাহের মধ্যে স্থাপনের ব্যবস্থা করবেন। জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পার্সন ও ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, দুটি আইসিইউ স্থাপন করা গেলে এই এলাকার রোগীদের অনেক উপকার হবে।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া