মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শিশু আদুরী হত্যায় তিনজনের ফাঁসি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার সেনদিয়া গ্রামে শিশু আদুরী হত্যা মামলায় তিনজনকে ফাঁসি ও একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা গতকাল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড পাওয়া আসামিরা হলেন রাজৈর পশ্চিম স্বরমঙ্গল গ্রামের রফিক হাওলাদারের ছেলে রাজিব হাওলাদার, কোদালিয়া বাজিতপুরের মুহিত গাছীর ছেলে রিমন হোসাইন ও পিরোজপুর জেলার ভৈরমপুরের রফিকুল ইসলাম মোল্লার ছেলে শফিকুল ইসলাম।

মৃত্যুদন্ডের পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া এ মামলায় বাগেরহাট জেলার সেলিম হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। নিহতের বাবা টুকু সরদার বলেন, ‘মেয়ে হত্যার রায়ে আমি খুশি। সরকারের কাছে একটাই দাবি এই রায় যেন দ্রুত কার্যকর হয়।’ মামলাসূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর ভোরে সেনদিয়া জামে মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় টুকু সরদারের মেয়ে আদুরী আক্তার (৫)। এ ঘটনায় টুকু বাদী হয়ে ২২ সেপ্টেম্বর ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪-৫ জনের নামে রাজৈর থানায় হত্যা মামলা করেন। মামলার মসজিদের ইমাম শফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তিনি আদুরীকে খুনের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী মসজিদের পাশ থেকে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর