দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চিকিৎসকসহ সাতজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
গাজীপুর : গতকাল সকালে গাজীপুর চৌরাস্তা-জয়দেবপুর সড়কের নলজানী এলাকায় ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত হন চিকিৎসক সাইদুল ইসলাম (৩৬)। এদিকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মঙ্গলবার রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে কাউছার আহমেদ (৩২) এবং ঢাকা মেডিকেলে মিরাজ (১২) ও কালীগঞ্জের মোক্তারপুরের সেলিনা বেগম মারা যান।
চট্টগ্রাম : মিরসরাই উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে নিজ বাড়ির সামনে মঙ্গলবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন ব্যবসায়ী আবুল হোসেন সিদ্দিকী (৬০)।
কুমিল্লা : কুমিল্লার হরিশ্চর-ভুশ্চি সড়কের জাম্মুড়ায় গতকাল রাতে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন ছাত্রলীগ নেতা জাহিদ হাসান জয়।
নড়াইল : কালনা সেতুতে ঘুরতে এসে সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকেশ গাইন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।