বেড়া সিএন্ডবি বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিতে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণের দাবি উঠেছে। অবৈধ স্থাপনা গড়ার জন্য দোষারোপ করা হচ্ছে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু ও তার ছেলে বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জনকে। এতে মহাসড়কে যানজট বৃদ্ধির পাশাপাশি ভোগান্তি বেড়েছে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের। দল ক্ষমতায় থাকায় তাদের দাপটে কেউ কিছু না বললেও এখন তাদের এ অবৈধ দখলের বিরুদ্ধে মুখ খুলেছে স্থানীয়রা। দাবি করছেন দখলমুক্ত করার। সম্প্রতি একে দখলমুক্ত করতে পাবনা জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে বেড়া সিএন্ডবি বাজার ইজারাদাররা। জেলা প্রশাসককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ঢাকা-পাবনা মহাসড়কের পাশে বেড়া সিএন্ডবি বাজার এলাকায় এক সময় পুরাতন একটি ইটভাটা ছিল। যেটি অধিগ্রহণ সূত্রে বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের জায়গা। এর পাশে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের বাজার রয়েছে। যা ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বেড়া পৌরসভা থেকে ৪ কোটি ৮৫ লাখ ১৯ হাজার টাকায় ইজারা নেন মিজানুর রহমান ও ইদ্রিস আলী সরদার। এ বাজারে ক্রেতা বিক্রেতা সমাগম বৃদ্ধি পাওয়ায় পাশের মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এর ফলে বাজার ঘেঁষা সড়ক বিভাগের সম্মতি নিয়ে অব্যবহৃত নিচু জায়গা ভরাট করে বাজারে আসা ভ্যান, রিকশা, অটোরিকশা ও সড়কে চলাচলকারী সিএনজিসহ বিভিন্ন যান পার্কিং উপযোগী করে বাজার পক্ষ। তবে, কিছুদিন পর ক্ষমতার দাপটে জায়গাটি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলেন শামসুল হক টুকু ও তার ছেলে আসিফ শামস রঞ্জন। এতে, মহাসড়কে তীব্র যানজট বেড়েছে, ঘটছে দুর্ঘটনাও। ভোগান্তি বেড়েছে যাত্রী ও বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের। এক্ষেত্রে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাটিকে দখলমুক্ত করতে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে ওই আবেদনপত্রে। বাজারের ইজারাদাররা এ সংক্রান্ত আরেকটি চিঠি দিয়েছেন পাউবো কর্তৃপক্ষকে। বাজার ইজারাদার মিজানুর রহমান ও ইদ্রিস আলী সরদার বলেন, প্রথমে ডেপুটি স্পিকার ও তার পুত্র দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে (সরকার পতন) তারা পলাতক ও গ্রেপ্তার থাকায় এখন নতুন করে বিভিন্ন মহল এ জায়গাটিসহ অন্যান্য জায়গাও দখলের চেষ্টা করছে। জনস্বার্থে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে, পাবনা পানি উন্নয়ন বোর্ডের বেড়া পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, আমি কদিন হলো বেড়ায় যোগদান করেছি। অভিযোগের বিষয়ে ঠিক বলতে পারছি না। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে