শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

তিনটি ছানা

আলমগীর কবির

তিনটি ছানা এক শালিকের,

খুনসুটি ওই দ্যাখ শালিকের।

 

একটি ছানা লেজ দুলিয়ে

চিঁচিঁ রবে ডাকছে ওই,

 

মায়ের দেওয়া খাবার কুঁটো

ঠোঁটের মাঝে রাখছে ওই।

 

একটি ছানা পাতার ফাঁকে

রোদের কিরণ মাখছে ওই,

 

খোকার ছড়ায় দস্যিপনার

একটি ছবি আঁকছে ওই।

 

মায়ের কাছে গেলে খুশি

মায়ের আদর পেলে খুশি,

 

একটি ছানা তাইতে মায়ের

পিছু পিছু থাকছে ওই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর