বীর বাঙালির প্রত্যয় ছিল
আনবে স্বাধীনতা,
নিপীড়নের উৎখাত হবে
মাকে দিল কথা।
পঁচিশ মার্চে পাক সেনেরা
দিল এসে হানা,
ঝাঁজরা করল বুকের কাচা
মানলো না আর মানা।
বাংলার মানুষ উঠল জেগে
এলো মুক্তির ডাক,
পিছু ফিরে চাইল না কেউ
জোরছে দিল হাঁক।
স্বাধীন বাংলার লাল সবুজে
মুছে সকল দুখ,
বীর বাঙালি দেখালো ঠিক
স্বাধীনতার মুখ।