ইষ্টি কুটুম, মিষ্টি কুটুম
দোয়েল পাখির ছা
যারে উড়ে যা,
উড়ে ফিরে, ঘুরে ঘুরে
দেখ দুনিয়াটা।
তারপর তুই আসিস ফিরে
আমার বাড়ির কাছে
ঝাঁকড়া হিজল গাছে,
বলিস হেসে, কোন বা দেশে
এত্তো নদী আছে?
পদ্মা, মেঘনা, কর্ণফুলী
কোনটি রেখে
কোনটিকে ভাই বলি?
নদীর দেশ, এই বাংলাদেশে
পাখনা মেলে চলি।