শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সৈনিক এবং ঘোড়া

সৈনিক এবং ঘোড়া

ঘোড়ার প্রভু এক সৈনিক প্রভুর সঙ্গে সে অনেক লড়াইয়ের ময়দানে হাজির থেকেছে। কতবার কত ঝড়-ঝঞ্ঝা বিপদের মধ্যে প্রভুর পাশে পাশে থেকেছে। তার পরিবর্তে সে পেয়েছে যত্ন-আত্তি আর যব, গম, ছোলা। এক সময় যুদ্ধ হলো। ফলে তার যত্ন-আত্তি কমে গেল। আগের মতো তাকে আর আদর করা হয় না। তাকে দিয়ে গাধার কাজ করানো শুরু হলো। দিনের শেষে খেতে পেল খোল-ভুসি। আবার যুদ্ধের রণদামামা বেজে উঠল। ঘোড়াটার দরকার পড়ল সৈনিকের। সে আদর করে ঘোড়ার মুখে লাগাম, পিঠে জিন লাগিয়ে পিঠের ওপর চেপে বসল। কিন্তু ঘোড়ার আর আগের মতো বল নেই। সে চলতে চলতে বারে বারে ঠোকর খেতে লাগল। সে সৈনিককে বলল, আমি আর আগের মতো নেই। তাই তো....তুমি বরং পদাতিক দলে নাম লেখাও। ঘোড়া ছিলাম বটে, কিন্তু তোমার দৌলতে গাধা বনে গেছি। এখন কি আর আমাকে ঘোড়া বানাতে পারবে, নাকি আমি হতে পারব।

 

উপদেশ ঃ-

উপকার যার কাছ থেকে পাওয়া যায়, সুসময়ে অসময়ে সে বন্ধুই থাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর