রাজনৈতিক আকাশে সৃষ্ট কালো মেঘ কেটে যাওয়ার আলামত লক্ষ করা যাচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্বশীল ভূমিকায়। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর পদত্যাগের গুঞ্জন নাকচ করে দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি নির্বাচন সম্পর্কে আগের অবস্থান বজায় রেখেছেন। বলেছেন নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। রাজনৈতিক দলগুলোও কাদাছোড়াছুড়ির অপচর্চা থেকে সরে এসেছে। সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয়- এই বোধ গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। যা গণতন্ত্রের পথে জাতির অভিযাত্রায় সহায়ক হবে বলে আশা করা যায়। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সংকট সমাধানের একমাত্র পথ গণতান্ত্রিক উত্তরণ। ডিসেম্বরের মধ্যেই অংশগ্রহণমূলক নির্বাচন এবং তার আগে সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার এগিয়ে নেওয়ার পরামর্শও দিয়েছে তারা। বলা হয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে অসম্পন্ন থাকা সংস্কার ও বিচারপ্রক্রিয়া দুটিই সম্পন্ন করবে। জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল কর্তৃত্ববাদী শাসনের অবসান এবং গণতন্ত্রের পথে জাতির পথ চলা নিশ্চিত করার জন্য। কর্তৃত্ববাদী শাসন অবসান নিশ্চিত হয় দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের কাতারে অবস্থান নেওয়ার কারণে। সাড়ে ৯ মাস ধরে সেনাসদস্যরা দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কষ্টকর ভূমিকা পালন করছেন, তা জাতিকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে। কিন্তু মতলববাজরা সেনাবাহিনীর অবদানকে স্বীকার করার বদলে তাদের প্রতিপক্ষ বানানোর যে অপখেলায় মেতে ওঠে, তা জাতিকে গভীর সংকটের দিকে ঠেলে দেয়। বিদ্যমান নৈরাজ্য সীমা অতিক্রমের পাশাপাশি গৃহযুদ্ধের হুমকিও সৃষ্ট হয় অর্বাচীনদের কারণে। আমরা মনে করি, স্বাধীনতা-সার্বভৌমত্ব সুদৃঢ়করণ ও জাতির অস্তিত্বরক্ষায় গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করতে হবে নির্বাচিত রাজনৈতিক সরকার। দেশের স্বাধীনতা, উন্নয়ন, সবকিছুই অর্জিত হয়েছে রাজনৈতিক নেতৃত্বের হাত দিয়ে। এ সত্যকে ভুলে যাওয়ার অবকাশ নেই।
শিরোনাম
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া
- বাড়তি ভাড়া না দেওয়ায় ইবি ছাত্রীকে মারধর, বাস আটক
- দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
- মার্কিন শুল্কের চাপ নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন : আমীর খসরু
- জুলাই পুনর্জাগরণে বুধবার চট্টগ্রামে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’
- তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বাউবি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান: উপাচার্য