রাজনৈতিক আকাশে সৃষ্ট কালো মেঘ কেটে যাওয়ার আলামত লক্ষ করা যাচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্বশীল ভূমিকায়। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর পদত্যাগের গুঞ্জন নাকচ করে দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি নির্বাচন সম্পর্কে আগের অবস্থান বজায় রেখেছেন। বলেছেন নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। রাজনৈতিক দলগুলোও কাদাছোড়াছুড়ির অপচর্চা থেকে সরে এসেছে। সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয়- এই বোধ গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। যা গণতন্ত্রের পথে জাতির অভিযাত্রায় সহায়ক হবে বলে আশা করা যায়। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সংকট সমাধানের একমাত্র পথ গণতান্ত্রিক উত্তরণ। ডিসেম্বরের মধ্যেই অংশগ্রহণমূলক নির্বাচন এবং তার আগে সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার এগিয়ে নেওয়ার পরামর্শও দিয়েছে তারা। বলা হয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে অসম্পন্ন থাকা সংস্কার ও বিচারপ্রক্রিয়া দুটিই সম্পন্ন করবে। জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল কর্তৃত্ববাদী শাসনের অবসান এবং গণতন্ত্রের পথে জাতির পথ চলা নিশ্চিত করার জন্য। কর্তৃত্ববাদী শাসন অবসান নিশ্চিত হয় দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের কাতারে অবস্থান নেওয়ার কারণে। সাড়ে ৯ মাস ধরে সেনাসদস্যরা দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কষ্টকর ভূমিকা পালন করছেন, তা জাতিকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে। কিন্তু মতলববাজরা সেনাবাহিনীর অবদানকে স্বীকার করার বদলে তাদের প্রতিপক্ষ বানানোর যে অপখেলায় মেতে ওঠে, তা জাতিকে গভীর সংকটের দিকে ঠেলে দেয়। বিদ্যমান নৈরাজ্য সীমা অতিক্রমের পাশাপাশি গৃহযুদ্ধের হুমকিও সৃষ্ট হয় অর্বাচীনদের কারণে। আমরা মনে করি, স্বাধীনতা-সার্বভৌমত্ব সুদৃঢ়করণ ও জাতির অস্তিত্বরক্ষায় গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করতে হবে নির্বাচিত রাজনৈতিক সরকার। দেশের স্বাধীনতা, উন্নয়ন, সবকিছুই অর্জিত হয়েছে রাজনৈতিক নেতৃত্বের হাত দিয়ে। এ সত্যকে ভুলে যাওয়ার অবকাশ নেই।
শিরোনাম
- পিএসএলের তৃতীয় শিরোপা জিতল সাকিব-মিরাজ-রিশাদদের লাহোর
- মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, আটক ২
- ক্লাসেনের ৩৭ বলে সেঞ্চুরি, হায়দরাবাদের রেকর্ড রান
- ফাইনালে রিশাদের লাহোরকে বড় লক্ষ্য দিলো কোয়েটা
- পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ
- জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো ৪ তরুণের বিষপান
- এক-দুই মাসের মধ্যে ৫০ শতাংশ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে: বিটিএমএ সহসভাপতি
- নির্বাচনের সময়সীমা ৩০ জুন পেরোবে না : প্রেস সচিব
- ফাইনালে রিশাদকে নিয়ে বোলিংয়ে লাহোর, নেই সাকিব-মিরাজ
- শীর্ষে থেকেও স্বস্তিতে নেই গুজরাট টাইটান্স
- শাল গাছ লাগানো, সীমানা চিহ্নিতকরণ কাজের উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা
- টাকার অভাবে ছিল না আইনজীবী, সত্য স্বীকারে জামিন
- বগুড়ায় ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ
- নওগাঁয় গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ
- বাংলাদেশের দল ঘোষণা, জায়গা হয়নি সাবিনা-সানজিদার
- দিনাজপুরে গাছে গাছে ঝুলছে রসালো কাঁঠাল
- মে’র ২৪ দিনে এলো ২২৪ কোটি ডলার রেমিট্যান্স
- অন্তর্বর্তী সরকারের অধীনেই অবাধ-নিরপেক্ষ নির্বাচন দেখবে জনগণ : তারেক রহমান
- জুলাই গণ-অভ্যুত্থানে নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন : ফারুকী