স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলা চরম মূর্খতার শামিল। রেডিও-টেলিভিশনে ঘোষণা দিলেই ঘোষক হওয়া যায় না।
আজ বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনে নবনির্মিত মুজিব কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া স্বাধীনতার ঘোষক অন্য কেউ হতে পারেন না, হওয়ার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং তার ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি দেশকে স্বাধীন করেছে।
বিডি-প্রতিদিন/শফিক