দক্ষ প্রোগ্রামার তৈরির পাশাপাশি সৃজনশীল ও উদ্ভাবনী কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, দক্ষ প্রোগ্রামার তৈরি করতে পারলে দেশে ও বিদেশে তাদের কর্মসংস্থানের অভাব হবে না। করোনা মহামারিতে বিশ্বব্যাপি সাধারণ চাকুরির সুযোগ সংকুচিত হলেও তথ্য-প্রযুক্তিতে (আইটি) স্কিল্ড প্রফেশনালদের চাকুরীর চাহিদা দেশে ও বিদেশে বাড়ছে।’
রাজধানীতে আয়োজিত ‘কোভিডকালে চাকরির সুযোগ এবং আইটি খাতের চ্যালেঞ্জ’ শীর্ষক এক ওয়েবিনারে শুক্রবার রাতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী এ সময় জানান, বাংলাদেশ ডিজিটাল অবকাঠামোসহ ডিজিটাল সেবা সম্প্রসারণে অভাবনীয় সফলতা অর্জন করলেও শিক্ষায় ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হয়নি।
তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে শিক্ষার প্রাথমিক স্তর থেকে ডিজিটাল শিক্ষা প্রদানের কোনো বিকল্প নেই। মন্ত্রী মোস্তাফা জব্বার বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে কম্পিউটার বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত