১৮ নভেম্বর, ২০১৯ ১৪:০৮

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ২১৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ২১৭ জনের মৃত্যু

বাংলাদেশে গত ১৯ বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৭ জন। আজ সোমবার সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

 ব্রিফিংয়ে বলা হয়, ২০০১-২০১৯ সালে বাংলাদেশে ৩১৩  জন মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ২১৭ জনের মৃত্যু ঘটেছে। চলতি বছরে আক্রান্ত হয়েছেন আটজন এবং তাদের মধ্যে মারা গেছেন পাঁচজন।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মিরজাদী সেবরিনা ফ্লোরা বলেছেন, কোনো অবস্থাতেই কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না। তবে ফুটানো খেজুরের রস নিরাপদ। কাঁচা খেজুরের রস বাদুরের মাধ্যমে নিপা ভাইরাস থাকার সম্ভাবনা খুবই বেশি। রসের হাড়ি নিরাপদ রাখার ওপর জোর দিয়েছেন তিনি। 

তিনি আরও বলেন, ঢাকাসহ বিভিন্ন জায়গায় শীতকালীন ঐতিহ্য হিসেবে কাঁচা রস খাওয়ার উৎসব করা হয়, এটিও খুবই ঝুঁকিপূর্ণ। কাঁচা রস খাওয়ার পর নিপা ভাইরাস আক্রান্ত হলে বাংলাদেশ মৃত্যুর সম্ভাবনা বেশি। এত দ্রুত মৃত্যু ঘটে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের উপায় থাকে না।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর