১৯ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৪৬

নিউইয়র্কে ১০ দিনব্যাপী ভার্চুয়াল বইমেলা শুরু

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্কে ১০ দিনব্যাপী ভার্চুয়াল বইমেলা শুরু

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে নিউইয়র্কে ১০দিনব্যাপী বিশ্বের প্রথম ভার্চুয়াল বাংলা বইমেলা শুরু হয়েছে।  

মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ‘২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা’র উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। 

উদ্বোধকের পরে ভার্চুয়াল এই বইমেলায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলা একাডেমীর মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, মঞ্চসারথী আতাউর রহমান, নাট্য ব্যক্তিত্ব ম হামিদ, নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। 

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও কবি কামাল চৌধুরী, বিজ্ঞানী ও মূলধারার রাজনীতিক মুক্তিযোদ্ধা ড. নূরন নবী, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শাহ আলম সরোয়ার, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, কথাসাহিত্যিক সেলিনা হোসেন প্রমুখ মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন।

মঙ্গল প্রদীপ প্রজ্বলন-কারীদের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, জাতির জনকের প্রতি নিবেদিত মুক্তধারার এই বইমেলা শুধু আমেরিকা নয়, বাংলাদেশসহ সারা পৃথিবীর বাঙালিদের অতি প্রিয় অনুষ্ঠান। এই বইমেলা আরও আরও যুগ যুগ বেঁচে থাকুক। বাঙালি সংস্কৃতির বিকাশে মুক্তধারার ফাউন্ডেশনের অবদানের কথা জাতি স্মরণ করবে। 

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ২৯তম বইমেলার আহ্বায়ক ডা. জিয়াউদ্দীন আহমেদ মুজিববর্ষে জাতির পিতাকে শ্রদ্ধা জানাবার নিমিত্তে আমেরিকার ইউনাইটেড পোস্টাল সার্ভিস কর্তৃক বাংলাদেশের জাতির পিতার ছবি সম্বলিত মাসব্যাপী  স্মারক ডাক চিহ্ন প্রকাশ, ১৭ মার্চকে আন্তর্জাতিক বঙ্গবন্ধু দিবস ঘোষণা এবং নিউইয়র্ক স্টেট কর্তৃক ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশী ইমিগ্র্যান্ট ডে’ ঘোষণাসহ গত ৫ বছর ধরে বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। 

এই বই মেলায় বাংলাদেশের ২১টি ও পশ্চিমবঙ্গের ৪টিসহ মোট ২৫টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।  বইমেলার ১০দিন আন্তর্জাতিক মূল্যের ৫০% হ্রাসকৃত মূল্যে পৃথিবীর সকল দেশের মানুষ বই ক্রয় করতে পারবেন।  প্রতিদিনের অনুষ্ঠান সরাসরি দেখার জন্য রয়েছে  http://https://www.nyboimela.org এবং  https://www.facebook.com/nyboimela। 

রোববার বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে শুরু হচ্ছে বইমেলার দ্বিতীয় দিনের অনুষ্ঠান। শিশু-কিশোর মেলার আহ্বায়ক সেমন্তী ওয়াহেদ এর তত্ত্বাবধানে আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে বেড়ে ওঠা শিশু-কিশোরদের অংশগ্রহণে জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হবে ৪র্থ শিশু কিশোর মেলা।    

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর