চারদিকে পাহাড়বেষ্টিত লাঘমান প্রদেশের আলীনগর জেলা। আফগানিস্তানের অন্যান্য স্থানের চেয়ে সেখানে ক্রিকেট নিয়ে উন্মাদনা যেন খানিকটা বেশিই। আফগানরা টি-২০ বিশ্বকাপের গত আসরে অংশগ্রহণের পর থেকে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়লেও আলীনগরে উন্মাদনাটা যেন আকাশছোঁয়া। বোমা-গ্রেনেডের শব্দে যখন কান ঝালাপালা তখনো সেখানকার তরুণরা ক্রিকেট নিয়ে মেতে থাকেন। জন্ম থেকেই তারা জেনেছেন বোমা-গ্রেনেড তাদের নিয়তি। আর ক্রিকেট তাদের স্বপ্ন। কিন্তু এ স্বপ্নই যে দুঃস্বপ্ন ডেকে আনবে তা কি ওরা জানত! ক্রিকেট মাঠে এক অজ্ঞাত বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ দিতে হলো পাঁচ ঘরোয়া ক্রিকেটারকে।
আফগানিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে ঘরোয়া টুর্নামেন্টের একটি ম্যাচ চলছিল। হঠাৎ এক মোটরসাইকেল আরোহী এসে ক্রিকেটারদের ওপর গুলি শুরু করে। ঘটনাস্থলেই নিহত হন পাঁচ ক্রিকেটার। প্রাদেশিক মুখপাত্র শারহাদি ঝোউয়াক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। তবে ঝোউয়াক এ হামলার জন্য তালেবানকে দায়ী করেন। দেশটিতে তালেবানের শাসনামলে তারা বারবার ক্রীড়া ও জনসাধারণের উৎসবের বিরোধিতা করেছে। তালেবানরা ক্রিকেটকে পছন্দ করত না। তাই আফগানিস্তান ক্রিকেট বিশ্বকাপের মতো আসরে অংশগ্রহণ করলেও দেশটির সাধারণ মানুষ খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করার সুযোগ পায়নি। তবে ইদানীং আফগান তরুণরা তালেবানদের হুমকি অগ্রাহ্য করে ক্রিকেট নিয়ে মেতে উঠছেন। এ কারণেই তালেবানরা পরিকল্পনার অংশ হিসেবে এ হামলা চালাতে পারে বলে ঝোউয়াক মনে করছেন। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এ ঘটনার নিন্দা জানিয়েছেন। এদিকে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের মুখপাত্র ওমর জুয়াক জানান, বৃহস্পতিবার গভীর রাতে নুর আহমদ নুরি নামে নিহত এক সাংবাদিকের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় রেডিও বুশডে কাজ করা ৩০ বছর বয়সী নুরিকে বৃহস্পতিবার সকালে অপহরণ করা হয়। তালেবানরা নিত্যনতুন তাদের হামলার ছক পরিবর্তন করছে।