২০১২ সালে অভিষেক সোহাগ গাজীর। অভিষেকেই সাক্ষী হয়েছিলেন অনেক রেকর্ডের। টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই খেলেছিলেন ছক্কা। ক্যারিবীয় 'দানব' ওপেনার ক্রিস গেইল সীমানার বাইরে আছড়ে ফেলেছিলেন তার প্রথম বলটিকে। সেই বলটি ছিল আবার ওই টেস্টের প্রথম। তেমনি সেটা ছিল বাংলাদেশের ৮৩ টেস্ট ইতিহাসে প্রথম কোনো স্পিনারের নতুন বলে বোলিং করা বা ওপেন। এবার সেই রেকর্ডকে চাপা দিল টিম ম্যানেজম্যান্ট। এই প্রথম বাংলাদেশ টেস্ট খেলতে নামল এক পেসার নিয়ে! সকালে যখন একাদশ ঘোষণা করা হয়, টিম ম্যানেজম্যান্টের এমন সিদ্ধান্তে হতবাক হয়ে উঠেন অনেকেই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পারফরম্যান্স যাই হউক না কেন, একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন টিম ম্যানেজম্যান্ট। মিরপুরের উইকেট ব্যাটিং সহায়ক হওয়ার পরও তিন পেসার খেলিয়ে আলোচনার রসদ যুগিয়েছিল ম্যানেজম্যান্ট। এবার আরও এক ধাপ এগিয়ে গেল এক পেসার খেলিয়ে।
১৮৭৭ সালে শুরু টেস্ট ক্রিকেট। ১৩৭ বছরের ইতিহাসে গতকাল ছিল ২১১৭তম টেস্ট ম্যাচ। এর মধ্যে বহু দেশ উইকেটের বিবেচনায় খেলেছে এক পেসার নিয়ে। ওপেন করিয়েছে স্পিনার দিয়ে। স্পিন দিয়ে ওপেন করানোর উদাহরণ দিতে যেয়ে সবার আগে আসে ভারতের নাম। সত্তর দশকে ভারত খেলত চার স্পিনার নিয়ে। একনাথ সোলকারকে দিয়ে ৪-৫ ওভার বোলিং করানোর পরই স্পিন নিয়ে আসতেন ভারতীয় অধিনায়ক। এরপর বোলিং করতেন, বিষেন সিং বেদী, চন্দ্রশেখর, এরাপল্লী প্রসন্নরা। টেস্ট ক্রিকেটে স্পিনার দিয়ে ওপেন করানোর প্রথম অধিনায়ক নবাব মনসুর আলী খান পাতৌদী।
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে বহুবার একাদশ সাজিয়েছে এক পেসার দিয়ে। কিন্তু টেস্ট একাদশ এবারই প্রথম। এক পেসার খেলানোর বিষয়টি ম্যাচের দিন সকালে চূড়ান্ত করেন টিম ম্যানেজম্যান্ট। তাতে বাদ পড়েন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা রবিউল ইসলাম শিবলু। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করা রুবেল হোসেন। এক পেসার খেলানোর পরিকল্পনায় দলে ফিরেন মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েশ ও আব্দুর রাজ্জাক রাজ। রাজ্জাক গত অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে খেলেন। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামা হয়নি। গতকাল এক পেসার খেলানোর রণ পরিকল্পনায় নামলেও বোলিং করেছেন মাত্র ৪ ওভার। এরপর মাসল পুল করলে চলে আসেন মাঠের বাইরে। তবে টিম ম্যানেজম্যান্টের এক পেসার পরিকল্পনায় স্পিনার সোহাগের শুরুটা ছিল চমৎকার। প্রথম স্পেলে ৬ ওভার বোলিং করেন সোহাগ। এরপর দ্বিতীয় স্পেলে এসে প্রথম আঘাত হানেন। নিজের অষ্টম ও শ্রীলঙ্কার ইনিংসের ১৬ নম্বর ওভারে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরপুরের সেঞ্চুরিয়ান কৌশল্য সিলভাকে। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে বলটি লেগ স্ট্যাম্প মিস করত। সকালে বাড়তি স্পিনার খেলানোর কৌশল সফল হলেও দিন শেষে সেটা কার্যকর ছিল না। তবে ম্যাচের একমাত্র পেসার আল-আমিন বরাবরের মতো বোলিং করে গেছেন নিখুঁত লাইনে। চার স্পেলে বোলিং করেছেন ১৯ ওভার। ৫৬ রানের খরচে তুলে নিয়েছেন দিলরুয়ান পেরেরার উইকেটটি। অবশ্য চতুর্থ স্পেলে ভালোই শুরু করেছিলেন এই পেসার। আল-আমিন। ১৭ নম্বর ওভারের চতুর্থ বলে বাউন্সার মারেন দিনেশ চন্ডিমলকে। হুক খেলেন লঙ্কান ব্যাটসম্যান। ফাইন লেগে ক্যাচ ধরেও ব্যালেন্স রাখতে পারেননি সোহাগ। ফলে ছক্কা হয় এবং বেঁচে যান চন্ডিমল। অবশ্য পরের ওভারেই সাজঘরে ফিরেন সাকিবের বলে।
সকালের ভেজা উইকেটে বল যেভাবে সুইং করেছে, কাট করেছে, তাতে আরও একজন বাড়তি পেসার থাকলে চাপেই থাকত সফরকারীরা। মাহমুদুল্লাহ অবশ্য এক পেসার খেলানোর কারণ ব্যাখ্যা করেছেন। 'আমাদের টিম কম্বিনেশনের জন্যই একজন পেসার খেলান হয়েছে।'