গায়ক হিসেবেও খ্যাতি আছে ডোয়াইন ব্রাভোর। তার 'চ্যাম্পিয়ন' গানটি বেশ জনপ্রিয়। এবার বাংলা গানও শোনা গেল ক্যারিবিয়ান অলরাউন্ডারের কণ্ঠে। গানের শিরোনাম 'ভালোবাসি ভালোবাসি'। সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সুরে এদেশের সঙ্গীতভুবনে আত্মপ্রকাশ হচ্ছে ব্রাভোর।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামেই ব্রাভো এ খবর দিয়েছেন। লিখেন, পৃথিবীর যেখানেই আমি যাই না কেনো কোনো স্টুডিওতে যাওয়ার কথা জানলে এবং সঙ্গীতশিল্পের সাথে জড়িত সেরাদের সাথে কাজ করতে পারলে আমার দারুণ লাগে।
ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন ব্রাভো। সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আফগান তারকা রশিদ খান, লিটন দাসসহ বিদেশের বেশ কয়েকজন ক্রিকেটারকে 'ভালোবাসি ভালোবাসি' গানটির সঙ্গে গাইতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৭/ফারজা