গাব্বায় অ্যাশেজের প্রথম দিনে সেখানকার গ্যালারিতে সুইমিং পুল নিয়ে চর্চায় সরগম ছিল ক্রিকেট বিশ্ব। দ্বিতীয় দিন হলো আর এক কাণ্ড। আর সেই কাণ্ড বোধহয় ক্রিকেটের আলোচনাকেও ছাড়িয়ে গেছে। সেই চর্চায় এক নতুন মাত্রা এনে দেওয়ার পক্ষে যথেষ্ট শুক্রবারের এই ঘটনা।
টপ অর্ডারে ধস নামায় অজি অধিনায়ক স্টিভ স্মিথ যখন অস্ট্রেলিয়াকে টেনে তোলার জন্য মাঠে লড়াই করছিলেন, তখন সেই বহুচর্চিত সুইমিং পুলে সম্পুর্ণ আলাদা এক ছবি দেখা গেল। পরণে সুইমিং কস্টিউম ও গালে জাতীয় পতাকার সবুজ হলুদ রঙ মাখা এক অস্ট্রেলীয় তরুণ তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেন।
ক্রিকেট ইতিহাসের সেরা দ্বৈরথ দর্শনের সঙ্গে বিলাসবহুল নীলাভ সুইমিং পুলের রোমান্টিকতায় নিজেকে ধরে রাখতে পারেননি সেই তরুণ। আকস্মিক এই ঘটনায় অভিভূত প্রেমিকাই বা কী করেন, তিনিও তার প্রেমিকের এক কথায় রাজি হয়ে গেলেন।
রব উঠল গাব্বার গ্যালারিতে। চিত্রসাংবাদিকদের অনেকের লেন্সের দিকবদলও হয়ে গেল এক নিমেষে। তবে চার, ছয় বা আউটের জন্য নয়। বরং দুই হৃদয়ের মিলনের মুহূর্তের সাক্ষী হয়ে। ক্রিকেট মাঠে এমন ঘটনা সচরাচর ঘটে না যে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর