টপলেস, সেই সঙ্গে সিক্স প্যাক৷ হার্দিক পান্ডিয়ার এমন লুকেই মোহিত তার ভক্তরা৷ বিরাট কোহলিরা যখন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রোটিয়া সফরের মহড়া সারছে, হার্দিক পান্ডিয়া তখন রয়েছেন বিশ্রামে৷ দলের সঙ্গে ফের যোগ দেবেন দক্ষিণ আফ্রিকা সফরের আগে৷
তাই অবসরের মাঝে ম্যাক্সিম ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট সেরে ফেললেন পান্ডিয়া৷ এর আগে বলিউড তারকাদের মধ্য দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া,ক্যাটরিনা কাইফ,বিপাশা বাসুদের এই ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা গেছে৷
সেই ফটোশ্যুটের ছবি টুইটারে প্রকাশ করেছেন ভারতীয় অলরাউন্ডার৷ হার্দিকের টুইটের পরই তাঁর শরীরের প্যাকস নিয়ে চর্চা তুঙ্গে৷ ভারতীয় ক্রিকেট তারকারা নানা ব্র্যান্ডের বিজ্ঞাপণ করলেও কোন তারকাকে সেভাবে টপলেস দেখা যায়নি৷ তবে হার্দিকের শরীরের এমন বাহারী অ্যাবস দেখে মেয়েদের লাইকসের ঝড় উঠেছে৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর