অ্যাশের প্রথম টেস্টে শতরান অজি অধিনায়কের। গাব্বায় দুরন্ত সেঞ্চুরি করে দলকে টেনে তুললেন স্মিথ। সেই সঙ্গে ভাঙলেন শচীন টেন্ডুলকারের রেকর্ড।
স্মিথের শতরান ও শেষ বেলায় হ্যাজেল উডের জোড়া ধাক্কায় শনিবার তৃতীয় দিনে টেস্টের চাকা ঘোড়াল ক্যাঙ্গারু বাহিনী। ইংল্যান্ডকে কোণঠাসা করে গাব্বায় থার্ড ডে'তে প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩০২-র জবাবে স্মিথের কাঁধে ভর করে অস্ট্রেলিয়া থামে ৩২৮ রানে। প্রাথমিক ধাক্কা সামলে ২৮ রানের লিড অজিবাহিনীর। ১৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অজি অধিনায়ক। স্মিথের ইনিংস সাজানো ১৪টি বাউন্ডারিতে। ৫১২ মিনিট ক্রিজে থেকে খেললেন ৩২৬টি বল।
২১তম টেস্ট সেঞ্চুরির মাইলস্টোন ছুঁয়ে স্মিথ টপকে গেলেন লিটল মাস্টারকে। মাত্র ১০৫টি ইনিংসে ২১তম শতরান করেন অজি অধিনায়ক। যেখানে কিংবদন্তী শচীন তথা একশো আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক তার টেস্ট ক্যারিয়ারে ২১টি শতরানটি করেছিলেন ১১০তম ইনিংসে।
তবে স্মিথের থেকে কম ইনিংস খেলে ২১টি সেঞ্চুরি রয়েছে স্যার ডন ব্র্যাডম্যান এবং সুনীল গাভাস্করের। মাত্র ৫৬টি ইনিংস খেলে এই মাইলস্টোন পৌঁছেছিলেন কিংবদন্তী ডন। আর গাভাস্কর নিয়েছিলেন ৯৮টি ইনিংস।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর ২০১৭/আরাফাত