নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হটিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের সেরা তিনে জায়গা করে নিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। পয়েন্টের নিরিখে দুই দলই ২৭ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে আছে। কিন্তু দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে গোল ব্যবধান।
গোল ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়নদের ছাড়িয়ে গেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। মাদ্রিদ ডার্বি (গোলশূন্য) ড্রয়ের পর সান্তিয়াগো বার্নাব্যুতে মালাগাকে ৩-২ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে জিনেদিন জিদানের রিয়াল। অপরদিকে লেভান্তেকে ৫-০ গোলে বিধ্বস্ত করে অ্যাতলেতিকো মাদ্রিদ।
লেভান্তেকে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল উদযাপনে মাতেন দুই ফ্রেঞ্চ ফরোয়ার্ড কেভিন গামেইরো ও টানা ছয়টি লিগ ম্যাচে গোলখরা কাটানো অ্যান্তোনি গ্রিজম্যান। অন্যটি আত্মঘাতী।
এই জয়ের ফলে এবারে লিগ সিজনের শুরু থেকে ক্লাব রেকর্ড ১৩ ম্যাচে (৭ জয়, ৬ ড্র) অপরাজেয় থাকলো অ্যাতলেতিকো। বার্সেলোনা ও ভ্যালেন্সিয়াও এখনো হারের স্বাদ পায়নি।
শীর্ষস্থানধারী বার্সার (১২ ম্যাচে ৩৪) সঙ্গে পয়েন্ট ব্যবধান ৭-এ নামিয়ে আনলো রিয়াল ও অ্যাতলেতিকো। কাতালানরা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভ্যালেন্সিয়া।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর