নানা আলোচনা-সমালোচনা আর প্রশ্নের জন্ম দিয়ে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চান্ডিকা হাথুরুসিংহে। তবে শুরু থেকেই গুঞ্জন ছিলো শ্রীলঙ্কা দলের কোচ হতে যাচ্ছেন তিনি।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। জানা গেছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতায় এসেছেন ৪৯ বছর বয়সী এই কোচ। বার্ষিক ৩ লাখ ডলার বেতনে আগামী মাসে শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচের দায়িত্ব বুঝে নিবেন হাথুরুসিংহে যা এখন পর্যন্ত দেশটির ইতিহাসে সর্বোচ্চ বেতন।
জানা গেছে, ভারতের বিপক্ষে চলমান সিরিজের পরেই টিম শ্রীলঙ্কার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নিবেন তিনি।
এর আগে, বিসিবিকে গত অক্টোবরে পদত্যাগ পত্র দেন হাথুরুসিংহে।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ