সাবেক ভারতীয় ক্রিকেটার জহির খানের সঙ্গে বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগের বিয়েটা কিন্তু খুব একটা জাঁকজমকপূর্ণ ছিল না। একেবারেই ছিমছাম রেজিস্ট্রি বিয়ে সেরেছেন তারা। তবে আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের তাজমহল প্যালেসে হবে তাদের গ্র্যান্ড রিসেপশন। সেদিন হয়তো জমকালো সাজেই দেখা যাবে এই দম্পতিকে।
কিন্তু তার আগেই সম্প্রতি একটি ম্যাগাজিনের প্রচ্ছদে একেবারেই নতুন লুকে ধরা দিয়েছেন এই নবদম্পতি। চলতি মাসের ‘বাজার ব্রাইড’-এর প্রচ্ছদ ছবিতে ধরা দিয়েছেন জহির-সাগরিকা। ছবিতে একটি পিয়ানোর কাছে সবুজ গাউনে দেখা যাচ্ছে সাগরিকাকে।
অফ-শোল্ডার গাউনে নতুন বউকে দেখাচ্ছে একেবারে মোহময়ী। তার পাশেই গাঢ় বেগুনি রঙের কুর্তা পরে বসে রয়েছেন জাহির। তার চোখও কিন্তু সাগরিকার থেকে সরছে না। ম্যাগাজিনের কভারের জন্য তোলা এই ছবি কিন্তু ভক্তদের মন জয় করে নিয়েছে। ইন্টারনেটে ইতোমধ্যেই ভাইরাল ভাইরাল নতুন লুকে এই নবদম্পতি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর