অ্যাসেজ মানেই দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ঐতিহ্যের লড়াই। অ্যাসেজ মানেই স্লেজিং, মাঠে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই। কিন্তু এই লড়াইয়ের মধ্যেও কিছু লড়াই থাকে যা মারাত্মক আকার ধারণ করতে পারে যে কোনও মুহূর্তে।
গতকাল শনিবার প্রথম টেস্টের তৃতীয় দিনে তেমনই এক ঘটনার সাক্ষী থাকল গাব্বা। অ্যাসেজের প্রথম টেস্টেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। সপ্তম ওভারে বল করতে আসেন অজি স্পিডস্টার মিচেল স্টার্ক। স্টার্কের ওভারের পঞ্চম বলটা সপাটে গিয়ে লাগে রুটের হেলমেটে। ভেঙে পড়ে যায় হেলমেটের ফ্ল্যাপ।
মাঠের প্রতিদ্বন্দ্বিতাকে সরিয়ে রেখে তখনই দৌড়ে যান স্টার্ক। রুটের লেগেছে কি না, সেই বিষয়ও খবর নেন। ছুটে আসেন ডেভিড ওয়ার্নারও। ইংল্যান্ডের ফিজিও দৌড়ে আসেন মাঠে। তবে, মৃদু হাসি দিয়ে রুট বুঝিয়ে দেন আঘাত গুরুতর নয়। সামান্য পানি পান করেই ফের ব্যাট করতে থাকেন ইংল্যান্ড দলের বিশ্বস্ত সৈনিক।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর