সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ যেমনটি বলেছিলেন, ঠিক যেন সেই দিকেই এগোচ্ছে নাগপুর টেস্ট। একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেবাগ বলেছিলেন, “আমার মনে হয়, ভারত এই টেস্টে শ্রীলঙ্কাকে চারদিনেই গুটিয়ে দেবে।’’
শেবাগের সেই কথা ভারতীয় ক্রিকেটারদের কানে পৌঁছেছে কিনা জানা নেই। তবে প্রথম দিনেই শ্রীলঙ্কাকে ২০৫ রানে গুটিয়ে দেন ভারতীয় বোলাররা। জবাবে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত ভারত করেছে ৪ উইকেটে ৫৭৪ রান। শ্রীলঙ্কার বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন ভারতের ব্যাটসম্যানরা। লাকমল ইডেন গার্ডেনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের প্রথম দিন আগুন জ্বালিয়েছিলেন।
আর নাগউরে লংকান বোলারদের মাটিতে নামিয়ে আনেন মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি। বিজয় ১২৮ রান করেন। পূজারা করেছে ১৪৩ রানে। বিরাট কোহলি অপরাজিত রয়েছেন ২০৭ রানে। ভারত এখন শ্রীলঙ্কার চেয়ে ৩৭২ রানে এগিয়ে।
পাহাড়প্রমাণ রানের বোঝা শ্রীলঙ্কার উপরে চাপিয়ে তাদের দুরমুশ করাই লক্ষ্য ভারতের। সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছে কোহলির ভারত।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর