নাগপুর টেস্টে ভারতের বিপক্ষে বল বিকৃতির দায়ে জরিমানা গুনলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে তার। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। এ ব্যাপারে আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসি কোড অব কনডাক্টের ২.২.৯ ধারা ভেঙেছেন শনাকা।’
শনিবার ভারতের ইনিংসের ৫০তম ওভারের সময় টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে, ২৬ বছর বয়সি শানাকা একাধিকবার বলের সিম পরিবর্তন করছেন।
এই ঘটনা নিয়ে ম্যাচ রেফারি বুন বলেছেন, ‘শানাকার ক্রিকেট ক্যারিয়ার সবে শুরু হয়েছে। আমি নিশ্চিত এই শাস্তি পাওয়ার পরে ভবিষ্যতে শানাকা আরো সতর্ক থাকবে এই ব্যাপারে।’
জানা যায়, দিনের খেলা শেষে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে শানাকার ব্যাপারে অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার জোয়েল উইলসন ও রিচার্ড কেটেলবরো, টিভি আম্পায়ার নাইজেল লং, চতুর্থ আম্পায়ার সি শামসউদ্দিন। পরে শানাকা ম্যাচ রেফারির কাছে অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ