২৩ সেপ্টেম্বর, ২০২১ ১২:১৫

আয়েও নাম্বার ওয়ান ক্রিশ্চিয়ানো রোনালদো

অনলাইন ডেস্ক

আয়েও নাম্বার ওয়ান ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে এই মৌসুমে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার বনে গেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মার্কিন সাময়িকী ফোর্বসে প্রকাশিত সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারের তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন তিনি। ২০২১-২২ মৌসুমে কর-পূর্ব প্রায় ১২.৫ কোটি মার্কিন ডলার উপার্জন করতে যাচ্ছেন রোনালদো, যার মধ্যে ৭ কোটি ডলার (৫৯৮ কোটি টাকা) আসবে ইউনাইটেডে তার বেতন এবং বোনাস থেকে। বাণিজ্যিক চুক্তি থেকেই ৫.৫ কোটি মার্কিন ডলারের মতো আয় করেন রোনালদো। তার এগিয়ে আছেন মাত্র তিনজন সক্রিয় ক্রীড়াবিদ রজার ফেদেরার (৯ কোটি মার্কিন ডলার), লেব্রন জেমস (৬.৫ কোটি মার্কিন ডলার) এবং টাইগার উডস (৬ কোটি মার্কিন ডলার)। 

তালিকায় রোনালদোর পরেই আছেন পিএসজির আর্জেন্টাইন খেলোয়াড় লিওনেল মেসি। তার বেতন ৭.৫ কোটি মার্কিন ডলার, স্পনসরশিপ ৩.৫ কোটি মার্কিন ডলার এবং মোট আয়ের পরিমাণ ১১ কোটি মার্কিন ডলার। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলীয় ফুটবলার নেইমারের মোট আয় ৯.৫ কোটি মার্কিন ডলার। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের মোট আয় ৪.৩ কোটি মার্কিন ডলার। মিশরীয় ফুটবলার মোহামেদ সালাহ আয় ৪.১ কোটি মার্কিন ডলার। 

রবার্ট লেভান্ডফস্কির মোট আয় ৩.৫ কোটি মার্কিন ডলার। আন্দ্রেজ ইনিয়েস্তার মোট আয় ৩.৫ কোটি মার্কিন ডলার। পল পগবার মোট আয় ৩.৪ কোটি মার্কিন ডলার। গ্যারেথ বেলের মোট আয় ৩.২ কোটি মার্কিন ডলার। এডেন হ্যাজার্ডের মোট আয় ২.৯ কোটি মার্কিন ডলার।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর