ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন ইতালি ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোতে ১-১ গোলে ড্র করেছে সুইজারল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে, ওয়েম্বলি স্টেডিয়ামে ‘আই’ গ্রুপে আলবেনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। হ্যাটট্রিক করেছেন হ্যারি কেন। ইংল্যান্ড সব গোলই করেছে প্রথমার্ধে।
জাতীয় দলের হয়ে এটি তৃতীয় হ্যাটট্রিক কেনের। সেই সঙ্গে তিনি দেশের হয়ে আন্তর্জাতিক গোলে ছুঁয়ে ফেললেন সাবেক স্ট্রাইকার জিমি গ্রিভসকে। ৬৬ ম্যাচে ৪৪ গোল করলেন কেন। ৫৭ ম্যাচে ৪৪ গোল আছে গ্রিভসের।
এছাড়া, দেশের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ৩৯ গোল করে কেন ভেঙে দিয়েছেন ৩৭ গোল করা ওয়েইন রুনির রেকর্ড।
সুইসদের বিপক্ষে পিছিয়ে পড়ে প্রথমার্ধেই সমতায় ফেরে ইতালি। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি পেয়েছিল ইউরো চ্যাম্পিয়নরা। কিন্তু স্পট-কিক থেকে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করেন জোর্গিনহো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ