চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একদিনের অভিযানে ৬২ মামলায় এক লাখ ২৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আন্দরকিল্লায় তাজ সার্জিক্যালে মাস্ক, গগলস, স্যানিটাইজারের অতিরিক্ত দাম রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাজার মনিটরিং, নদীর ঘাট ও জেটিতে সীমিত চলাচল, স্বপ্রণোদিত লকডাউনের আড়ালে অননুমোদিত দোকান বন্ধ রাখা, আড্ডা বন্ধ, বাড়ির নির্মাণ কাজ বন্ধ, ওএমএস চাল বিক্রিতে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।
নগরের কোতোয়ালি, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন বলেন, ‘আন্দরকিল্লায় তাজ সার্জিক্যালে পেশকারকে ক্রেতা সাজিয়ে পাঠিয়ে মাস্ক, গগলস, স্যানিটাইজারের মূল্য যাচাই করা হয়। এসময় এসব পণ্যের অতিরিক্ত মূল্য রাখার বিষয়টি হাতেনাতে প্রমাণিত হয়। অতিরিক্ত দাম রাখায় তাজ সার্জিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সামাজিক দূরত্ব না মানায় ৩ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।’
পাঁচলাইশ, খুলশী ও বায়েজিদ এলাকায় অভিযান পরিচালনাকারী ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন বলেন, ‘অনুমোদনহীনভাবে দোকান খুলে ব্যবসা করায় দু’টি হ্যার্ডওয়্যারের দোকানকে ২ হাজার টাকা, সামাজিক দূরত্ব না মানা এবং চায়ের দোকানে চা পান ও আড্ডাবাজির জন্য দোকানি ও ক্রেতাদের ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।’
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরীর বন্দর, ইপিজেড, পতেঙ্গা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ।
নগরীর আকবরশাহ, পাহাড়তলি, হালিশহর এলাকায় পুলিশ ও সেনাবাহিনী নিয়ে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল আলম। চান্দগাঁও, চকবাজার, বাকলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এ সময় তিনি ৭টি মামলায় ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।
পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন ভূমি অধিগগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু। এসময় তিনি ৩ টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। অন্যদিকে, নগরের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের লকডাউন পরিস্থিতি মনিটরিং করতে কর্ণফুলী সেতু এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। এ সময় তিনি ব্রিজের উপর দিয়ে মানুষ প্রয়োজন ছাড়া নগরীতে প্রবেশ ও প্রস্থান করায় ৭ মামলায় ৩৫ জনকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ