শিরোনাম
১০ আগস্ট, ২০২০ ২০:০৩
চসিক প্রকৌশলীদের প্রশাসক

'হারামের মধ্যে আরাম নেই'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

'হারামের মধ্যে আরাম নেই'

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, ‘নাগরিক সেবা দিতে গিয়ে যদি কেউ অনিয়মে জড়িয়ে পড়েন তাহলে জবাবদিহি করতে হবে। মনে রাখবেন হারামের মধ্যে কোনো আরাম নেই। এ কথাটা উপলব্ধি করে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব শেষ করতে হবে।’

সোমবার বিকেলে চসিক নগর ভবন সম্মেলন কক্ষে প্রকৌশল বিভাগের সঙ্গে দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠককালে তিনি এসব কথা বলেন। বৈঠকে  উপস্থিত ছিলেন চসিক প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ,  প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ, কামরুল ইসলাম, আনোয়ার হোছাইন, মুনিরুল হুদা, সুদীপ বসাক, ঝুলন কুমার দাশ,  নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আবু সাদাত মোহাম্মদ তৈয়ব প্রমুখ।  

চসিক প্রশাসক বলেন, ‘চসিকের প্রকৌশল বিভাগের কাছে নগরবাসীর প্রত্যাশা বেশি। এ বিভাগের কাজগুলোর সফলতা যেমন দৃশ্যমান তেমনি ভুল- ভ্রান্তিগুলোও জনগণের কাছে দৃশ্যমান। এ ভুলভ্রান্তিগুলো সংশোধন করে এগিয়ে যেতে হবে। প্রকৌশলীরা হচ্ছেন এ শহর উন্নয়নের রূপকার। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা ঈমানি কাজ। সঠিক দায়িত্ব পালন ও শুদ্ধাচার জীবন যাপনের মধ্যে মানসিক শান্তি নিহিত। অন্যথায় নিজের মাঝে অপরাধবোধ কাজ করবে। দায়িত্ব পালনে কোনো বাধা-বিপত্তিতে আমার সহযোগিতা থাকবে।’   

তিনি বলেন, ‘নগরে চলমান উন্নয়নকাজে গতি বাড়াতে প্রকৌশলীদের মাঠে  থেকে কাজ আদায় করতে হবে। ঠিকাদাররা সঠিকভাবে কাজ করছেন কিনা,  গুণগতমান ঠিক আছে কিনা- তা শতভাগ বুঝে নিতে হবে। সড়ক উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি দেখলে সঙ্গে সঙ্গে লাইসেন্স বাতিল ও কালো তালিকাভুক্ত করা হবে। খেয়াল রাখবেন ওয়ার্কঅর্ডারে বর্ণিত সময়ের মধ্যেই ঠিকাদার কাজ সম্পন্ন করছে কিনা।’    

সুজন বলেন, ‘নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর কাজ অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের ওপর জোর দিতে হবে। যে সব সড়কে অবৈধ স্থাপনা, ট্রাক, বাসস্ট্যান্ড অবৈধ গাড়ি পার্কিং দ্বারা দখল হয়েছে তা দ্রুত উচ্ছেদ, আর্থিক জরিমানাসহ জব্দ করতে হবে। নগরবাসীর সেবার সুফল গভীরতর করতে আলাদা সেল গঠন করে নতুন নতুন প্রকল্প নিতে হবে।’

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর