চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির বলেছেন, চট্টগ্রামে জেনারেল হাসপাতালকেই প্রথমে করোনা ডেটিকেটেড হাসপাতাল হিসাবে ঘোষণা করা হয়। তখন এ হাসপাতালটি করোনা রোগীর সেবা দেওয়ার মত সক্ষমতা ছিল না। কিন্তু পর্যায়ক্রমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথের সার্বিক তত্ত্বাবধান ও আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় এ হাসপাতালটি করোনা আক্রান্ত রোগী চিকিৎসায় নির্ভরযোগ্য সেবা কেন্দ্রে পরিণত করা হয়। এ ক্ষেত্রে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অগ্রণী ভূমিকা ছিল। এটি সবার কাছে স্মরণীয়।
দুপুরে সিনিয়স ক্লাবের হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথের পদোন্নতিজনিত বিদায় উপলক্ষ্যে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাসপাতালের পরিসংখ্যানবিদ মুহাম্মদ শওকত আল-আমিন। হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আব্দুর রব মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন চট্টগ্রাম ডা. শেখ ফজলে রাব্বি, বক্তব্য রাখেন সিনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. আশফাক আহমদ, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. আবুল হোসেন শাহীন, সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক সার্জারি) ডা. অজয় দাশ, জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. মিনহাজুল হক।
ডা. দৃষ্টি শর্মার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অফিসের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা প্রণব হাওলাদার, নার্সিং কর্মকর্তার মধ্যে বক্তব্য রাখেন দ্বীপ্তি ভট্রাচার্য্য, ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন জসিম উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার