শিরোনাম
২ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:১৩

চট্টগ্রামে জালিয়াত চক্রের তিন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে জালিয়াত চক্রের তিন সদস্য গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রামের চন্দনাইশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও দোহাজারী পৌরসভার  অনলাইন জন্ম নিবন্ধন সার্ভার আইডি-পাসওয়ার্ড হ্যাক করে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট তৈরি করে দেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তৈরি করতে ওই চক্রটি নিত ২০ হাজার থেকে ১ লাখ টাকা। গ্রেফতারকৃতরা হলেন আরিফ, মো. জসিম উদ্দিন ও মো. তারেক। বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ এসব তথ্য জানান। গ্রেফতারকৃতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, মোবাইল ফোনে রক্ষিত তথ্য ও ছবি উদ্ধার করা হয়।   

পুলিশ সুপার বলেন, চক্রটি রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন সনদ তৈরি করে দিচ্ছে এবং ভুয়া জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে সহায়তা করছে। গ্রেফতার আরিফ তার বোন পরিচয় দিয়ে আফরোজা আক্তার নামে এক নারীর পাসপোর্ট ভেরিফিকেশনের সময় সংশ্লিষ্ট পুলিশের কাছে কাগজপত্র উপস্থাপন করেন। তবে বাস্তবে তিনি ছিলেন রোহিঙ্গা। তার ঠিকানা দেখানো হয় চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া এলাকায়। কিন্ত ওই ঠিকানায় আফরোজা নামে ওই নারীর কোনো অস্তিত্ব পায়নি পুলিশ। এর পরিপ্রেক্ষিতে প্রথমে আরিফকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। সে ভুয়া ঠিকানায় রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট করে দেওয়ার চেষ্টার বিষয়টি স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুইজনকে গ্রেফতার করা হয়।   

পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বলেন, তাদের গ্রেফতারের পর জানতে পারি  তারা দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ করে আসছে। এই চক্রের সদস্যরা কক্সবাজারেও সক্রিয় রয়েছে। তারা রোহিঙ্গা ও সন্ত্রাসীদের কৌশলে পাসপোর্ট তৈরি করে দেয়। এই চক্রের আরো যেসব সদস্য জড়িত আছে তাদেরকেও গ্রেফতার করা হবে।  

তিনি বলেন, তাদের কাছ থেকে বেশকিছু জন্মনিবন্ধন উদ্ধার করা হয়েছে। যার সবগুলো রোহিঙ্গাদের। তারা বিপুল পরিমাণ জন্ম নিবন্ধন তৈরি করেছে। এই চক্রটি চট্টগ্রাম অঞ্চলে বেশি সক্রিয়। তারা মোটা অংকের টাকার বিনময়ে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন ও পাসপোর্ট তৈরি করতো।  

পুলিশ সুপার বলেন, এই চক্রে একজন টেকনিক্যাল পার্সন আছে। তাকে ধরতে পারলে বলা যাবে তারা কোন পদ্ধতিতে সার্ভার হ্যাক করে জন্ম নিবন্ধন তৈরি করে দিচ্ছে। তারা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বশীলদের স্বাক্ষর কৌশলে জাল করে জন্মবিন্ধন করেছে। এসব জন্ম নিববন্ধন ব্যবহার করে যাতে পাসপোর্ট ও এনআইডি তৈরি করতে না পারে সেই ব্যবস্থা করছি।  

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর