চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে পুরাতন রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন কিশোর ও একজন যুবক। অভিযুক্তদের কাছ থেকে ছিনতাই হওয়া থেকে একটি মোবাইল ও এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী থানার এসআই মনিরুল আলম খোরশেদ জানান, শুক্রবার রাত ১১টার দিকে শিখা চৌধুরী নামের এক নারী নিউমার্কেট এলাকায় গেলে সেখানে ২/৩ জন আসামী রিকশার গতিরোধ করে। এ সময় ছুরি দিয়ে ভয় দেখিয়ে একটি মোবাইল ফোন, তার স্বামীর জাতীয় পরিচয় পত্র ও নগদ টাকা নিয়ে যায়। এই ঘটনায় শিখা চৌধুরী মামলা দায়ের করলে শনিবার দুপুরে পুরাতন রেল স্টেশন এলাকা থেকে মো. রাজু মিয়া ওরফে শাকিল (২২), পারভেজ হোসেন হাসান (১৬) ও মো. হাবিবকে (১৬) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরি জব্দ করা হয় এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম