চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩৫ কার্টন সিগারেট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। শনিবার রাত সোয়া আটটার দিকে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে সিগারেটগুলো জব্দ করা হয়।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, ওই ফ্লাইটে আসা দুই যাত্রীর মালামাল কাস্টমস কর্মকর্তারা স্ক্যানিং করার সময় ৪৯০ কার্টন ইজি গোল্ড সিগারেট পাওয়া যায়। বাকি ২৪৫ কার্টন পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই