চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কাজ শুরু হয়েছে। পরিচ্ছন্নতার বিভিন্ন কার্যক্রম সরাসরি মাঠ পর্যায়ে তদারকি করছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। সকাল থেকে চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেমকে সঙ্গে নিয়ে তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মাঠ পর্যায়ে পরিচ্ছন্নতা বিভাগের কার্যক্রম তদারকি করেন। এ সময় পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গত কয়েকদিন আমরা পুরোদমে কাজ করতে পারিনি, ফলে নগরীতে প্রায় ১০ হাজার টন ময়লা-আবর্জনা জমে গেছে। আমাদের প্রতিটি ওয়ার্ড কার্যালয়ই কোন না কোনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচ্ছন্ন কার্যক্রমে ব্যবহৃত যন্ত্রপাতি ওয়ার্ড কার্যালয়ে থাকে। এসব যন্ত্রপাতির প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, আমাদের লোকবল অক্ষত আছে। আমাদের কাছে থাকা সচল যন্ত্রপাতি দিয়ে কাজ করছি। আশা করছি, কয়েকদিনের মধ্যেই নগরীকে পরিচ্ছন্ন করতে পারব। তিনি বলেন, চসিক যে সমস্ত নাগরিক সেবা দেয় সেগুলোকে পুরোদমে সচল করতে মাঠ পর্যায়ে তদারকি করছি। ইতোমধ্যে বিভাগীয় প্রধানদের নিয়ে সভা করে কর্মকর্তা-কর্মচারিদেরদের উপস্থিতি ও দায়িত্বপালন নিশ্চিত করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি তাদের কার্যক্রমকে আরো বেগবান করতে পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ