শিরোনাম
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গাজীপুর শিক্ষার্থী নির্যাতন : সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রদের বাসে উঠতে না দেওয়া এবং মারধরের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাস ও মহাসড়কে পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার কলেজ ছুটির পর বাসে ওঠাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিবহন শ্রমিকেরা কয়েকজন ছাত্রকে মারধর করে। পরে তাদের ধরে নিয়ে যায় পরিবহন শ্রমিক নেতারা। এ খবরে কলেজের ছাত্ররা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানায় এবং কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে পরিবহন শ্রমিক নেতারা ঘটনাটি মীমাংসার আশ্বাস দিলেও বুধবার দুপুরে তাদের কোনো প্রতিনিধি না আসায় ফের ছাত্ররা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় শিক্ষার্থীরা বেশ কয়েকটি বাস তাদের ক্যাম্পাসে নিয়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর