‘প্রতিবার জানুয়ারি মাসের প্রথমেই সেচের পানি পাই, তবে এবার ফেব্রুয়ারি চলে এলেও পানির দেখা নেই। এ বছর ধান রোপণ করতে পারবো কিনা বুঝতে পারছি না। পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করেও লাভ হচ্ছে না। এবার কি ছেলেমেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে?’ বোরো আবাদের ভরা মৌসুমে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের পানি না পেয়ে এভাবেই ক্ষোভ জানান কুষ্টিয়া সদর উপজেলার মিনাপাড়ার কৃষক তারিক হাসান সাগর। শুধু তারিক নন, এমন ক্ষোভ ঝরছে দেশের বৃহত্তম এ সেচ প্রকল্পের আওতাধীন কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার হাজার হাজার কৃষকের মুখে। প্রতিবছর জানুয়ারির প্রথম সপ্তাহে বোরো চাষিদের খেতে জিকে প্রকল্পের সেচের পানি চলে যায়। এবার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পার হলেও মিলছে না কাঙ্ক্ষিত পানি। সেচখাল শুকিয়ে চৌচির হয়ে গেছে। নিজস্ব সেচ ব্যবস্থাপনা না থাকায় ধানের চারা দেওয়া হলেও পানির অভাবে রোপণ করতে পারছেন না কৃষক। জানা যায়, এ প্রকল্পের পানি আসে পদ্মা নদী থেকে। বৃহৎ তিনটি পাম্পের সাহায্যে সেই পানি সেচ খালে দেওয়া হয়। বর্তমানে পদ্মার পানির স্তর অনেকটা নেমে গেছে। এছাড়া পদ্মা থেকে পাম্প হাউসে পানি আসার খালের মুখে চর জেগে উঠায় খালে পানি ঢুকতে পারছে না। ভেড়ামারা উপজেলার হাফিজ উদ্দিন জানান, তার ২০ বিঘা ধানি জমি রয়েছে। বোরো মৌসুমে পানির অভাবে ধান রোপণ করতে পারছেন না। বীজতলাও শুকিয়ে যাচ্ছে। যথাসময়ে পানি না পাওয়ায় চাষিদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। সদর উপজেলার ঝালুপাড়ার মহিউদ্দিন বলেন, ‘খালে পানি না আসায় তাকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। যে বীজতলা দেওয়া হয়েছে তাও নষ্ট হয়ে যাচ্ছে’। মিরপুর উপজেলার কাঞ্চনকুমার হালদার জানান, বোরো মৌসুমে উৎপাদিত ধানের ওপর নির্ভরশীল তারা। অন্যবার এ সময় ধান রোপণ শেষ হয়ে যায়। এবার পানির অভাবে এখন পর্যন্ত রোপণ শুরুই করতে পারিনি। কুষ্টিয়া কৃষি সমপ্রসারণ অধিদফতরের উপপরিচালক বিনয় কৃষ্ণ বলেন, ‘জেলার বোরো চাষীরা জিকের পানির ওপর নির্ভরশীল। কিন্তু খেতে এখনও পানি না আসায় দুশ্চিন্তায় পড়েছেন তারা’। দু-এক দিনের মধ্যে পানি পৌঁছে যাবে বলেও জানান তিনি। কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান বলেন, ‘জিকের পানির উৎস পদ্মা নদী। উৎসমুখ ও তার আশপাশ জুড়ে চর জেগেছে। তা ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ করতে একটু সময় বেশি লেগেছে। এ কারণেই পানি সরবরাহে কিছুটা বিলম্ব হচ্ছে’।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা