‘প্রতিবার জানুয়ারি মাসের প্রথমেই সেচের পানি পাই, তবে এবার ফেব্রুয়ারি চলে এলেও পানির দেখা নেই। এ বছর ধান রোপণ করতে পারবো কিনা বুঝতে পারছি না। পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করেও লাভ হচ্ছে না। এবার কি ছেলেমেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে?’ বোরো আবাদের ভরা মৌসুমে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের পানি না পেয়ে এভাবেই ক্ষোভ জানান কুষ্টিয়া সদর উপজেলার মিনাপাড়ার কৃষক তারিক হাসান সাগর। শুধু তারিক নন, এমন ক্ষোভ ঝরছে দেশের বৃহত্তম এ সেচ প্রকল্পের আওতাধীন কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার হাজার হাজার কৃষকের মুখে। প্রতিবছর জানুয়ারির প্রথম সপ্তাহে বোরো চাষিদের খেতে জিকে প্রকল্পের সেচের পানি চলে যায়। এবার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পার হলেও মিলছে না কাঙ্ক্ষিত পানি। সেচখাল শুকিয়ে চৌচির হয়ে গেছে। নিজস্ব সেচ ব্যবস্থাপনা না থাকায় ধানের চারা দেওয়া হলেও পানির অভাবে রোপণ করতে পারছেন না কৃষক। জানা যায়, এ প্রকল্পের পানি আসে পদ্মা নদী থেকে। বৃহৎ তিনটি পাম্পের সাহায্যে সেই পানি সেচ খালে দেওয়া হয়। বর্তমানে পদ্মার পানির স্তর অনেকটা নেমে গেছে। এছাড়া পদ্মা থেকে পাম্প হাউসে পানি আসার খালের মুখে চর জেগে উঠায় খালে পানি ঢুকতে পারছে না। ভেড়ামারা উপজেলার হাফিজ উদ্দিন জানান, তার ২০ বিঘা ধানি জমি রয়েছে। বোরো মৌসুমে পানির অভাবে ধান রোপণ করতে পারছেন না। বীজতলাও শুকিয়ে যাচ্ছে। যথাসময়ে পানি না পাওয়ায় চাষিদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। সদর উপজেলার ঝালুপাড়ার মহিউদ্দিন বলেন, ‘খালে পানি না আসায় তাকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। যে বীজতলা দেওয়া হয়েছে তাও নষ্ট হয়ে যাচ্ছে’। মিরপুর উপজেলার কাঞ্চনকুমার হালদার জানান, বোরো মৌসুমে উৎপাদিত ধানের ওপর নির্ভরশীল তারা। অন্যবার এ সময় ধান রোপণ শেষ হয়ে যায়। এবার পানির অভাবে এখন পর্যন্ত রোপণ শুরুই করতে পারিনি। কুষ্টিয়া কৃষি সমপ্রসারণ অধিদফতরের উপপরিচালক বিনয় কৃষ্ণ বলেন, ‘জেলার বোরো চাষীরা জিকের পানির ওপর নির্ভরশীল। কিন্তু খেতে এখনও পানি না আসায় দুশ্চিন্তায় পড়েছেন তারা’। দু-এক দিনের মধ্যে পানি পৌঁছে যাবে বলেও জানান তিনি। কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান বলেন, ‘জিকের পানির উৎস পদ্মা নদী। উৎসমুখ ও তার আশপাশ জুড়ে চর জেগেছে। তা ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ করতে একটু সময় বেশি লেগেছে। এ কারণেই পানি সরবরাহে কিছুটা বিলম্ব হচ্ছে’।
শিরোনাম
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভরা মৌসুমেও পানি মিলছে না দুশ্চিন্তায় বোরো চাষিরা
পানিশূন্য জিকে সেচ প্রকল্প
জহুরুল ইসলাম, কুষ্টিয়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর