নেত্রকোনার হাওরে এ বছর বোরোর বাম্পার ফলন হলেও গতবারের ক্ষতি পুষিয়ে উঠতে দিচ্ছে না বেহাল সড়ক। নির্মাণ কাজের মেয়াদ শেষ হওয়ার আগেই সড়ক ভেঙে যাওয়ায় ধান বহনে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। মাত্র দেড় কিলোমিটার বেহাল সড়কের জন্য যে ধান বস্তাপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, দেড় কিলোমিটার পরই একই বস্তা বিকাচ্ছে ৬০০-৭০০ টাকা দরে। কৃষক ও স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এবং এলজিডির দুর্নীতির কারণে সড়কে নিম্নমানের কাজের কাজের খেসারত দিতে হচ্ছে তাদের। সংশ্লিষ্ট ঠিকাদার বলছে, যে ভাবে কাজ ধরা ছিল তারা সেভাবেই কাজ করেছেন। এলজিইডির প্রকৌশলী বলছেন, যেহেতু সময়সীমার আগেই সড়কটি ভেঙে গেছে তাই সংশ্লিষ্ট ঠিকাদারই আবার নির্মাণ করবেন। জেলা প্রশাসক জানান, দুর্নীতি-অনিয়মের অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নেত্রকোনার মোহনগঞ্জ হাওর এলাকার প্রায় ৫০ হাজার মানুষ তেতুলিয়া থেকে গাগলাজুর পর্যন্ত আট কিলোমিটার সড়কের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার হাওর অঞ্চলের জীবনমান উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দুই কোটি ২২ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ শুরু। আগামী জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ শেষের আগেই গাগলাজুর থেকে জালালপুর মোড় পর্যন্ত নির্মাণাধীন সড়কের দেড় কিলোমিটার ভেঙে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এই দেড় কিলোমিটারে যাত্রী ও মালামাল নিয়ে দফায় দফায় যানবাহন বদল করতে হয়। ফলে ধানের ভাল ফলন হলেও দ্বিগুণ পরিবহন খরচে কৃষকদের বস্তাপ্রতি লোকসান গুনতে হচ্ছে। গাগলাজুর গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, ‘সড়কটির কাজ যেমন হওয়ার কথা ছিল তা হয়নি। যে কারণে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে গেছে। এখন ধান পরিবহন করতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে আমাদের।’ জালালপুর গ্রামের ইদ্রিস মিয়া জানান, দেড় কিলোমিটার সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় হেন্ডট্রলি দিয়ে বারবার লোড-আনলোড করতে হচ্ছে। ফলে ন্যায্য মূল্য তো দূরের কথা ৬০০ টাকার ধান মাত্র ৩০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। শুধু এইটুকু জায়গার জন্য লোকসান গুনতে হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা। স্থানীয় গাগলাজুর ইউপি চেয়ারম্যান হাবিবুবর রহমান বলেন, ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সঠিক পরিকল্পনার অভাব ও সংশ্লিষ্ট ঠিকাদারদের অনিয়মের কারেণই প্রায় ৫০ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।’
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা