নেত্রকোনার হাওরে এ বছর বোরোর বাম্পার ফলন হলেও গতবারের ক্ষতি পুষিয়ে উঠতে দিচ্ছে না বেহাল সড়ক। নির্মাণ কাজের মেয়াদ শেষ হওয়ার আগেই সড়ক ভেঙে যাওয়ায় ধান বহনে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। মাত্র দেড় কিলোমিটার বেহাল সড়কের জন্য যে ধান বস্তাপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, দেড় কিলোমিটার পরই একই বস্তা বিকাচ্ছে ৬০০-৭০০ টাকা দরে। কৃষক ও স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এবং এলজিডির দুর্নীতির কারণে সড়কে নিম্নমানের কাজের কাজের খেসারত দিতে হচ্ছে তাদের। সংশ্লিষ্ট ঠিকাদার বলছে, যে ভাবে কাজ ধরা ছিল তারা সেভাবেই কাজ করেছেন। এলজিইডির প্রকৌশলী বলছেন, যেহেতু সময়সীমার আগেই সড়কটি ভেঙে গেছে তাই সংশ্লিষ্ট ঠিকাদারই আবার নির্মাণ করবেন। জেলা প্রশাসক জানান, দুর্নীতি-অনিয়মের অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নেত্রকোনার মোহনগঞ্জ হাওর এলাকার প্রায় ৫০ হাজার মানুষ তেতুলিয়া থেকে গাগলাজুর পর্যন্ত আট কিলোমিটার সড়কের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার হাওর অঞ্চলের জীবনমান উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দুই কোটি ২২ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ শুরু। আগামী জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ শেষের আগেই গাগলাজুর থেকে জালালপুর মোড় পর্যন্ত নির্মাণাধীন সড়কের দেড় কিলোমিটার ভেঙে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এই দেড় কিলোমিটারে যাত্রী ও মালামাল নিয়ে দফায় দফায় যানবাহন বদল করতে হয়। ফলে ধানের ভাল ফলন হলেও দ্বিগুণ পরিবহন খরচে কৃষকদের বস্তাপ্রতি লোকসান গুনতে হচ্ছে। গাগলাজুর গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, ‘সড়কটির কাজ যেমন হওয়ার কথা ছিল তা হয়নি। যে কারণে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে গেছে। এখন ধান পরিবহন করতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে আমাদের।’ জালালপুর গ্রামের ইদ্রিস মিয়া জানান, দেড় কিলোমিটার সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় হেন্ডট্রলি দিয়ে বারবার লোড-আনলোড করতে হচ্ছে। ফলে ন্যায্য মূল্য তো দূরের কথা ৬০০ টাকার ধান মাত্র ৩০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। শুধু এইটুকু জায়গার জন্য লোকসান গুনতে হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা। স্থানীয় গাগলাজুর ইউপি চেয়ারম্যান হাবিবুবর রহমান বলেন, ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সঠিক পরিকল্পনার অভাব ও সংশ্লিষ্ট ঠিকাদারদের অনিয়মের কারেণই প্রায় ৫০ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।’
শিরোনাম
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট