রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রংপুর যুবলীগের কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর জেলা যুবলীগের কার্যক্রম স্থগিত করে দেওয়ার আদেশ প্রত্যাহার করে নিয়েছে দলটির কেন্দ ীয় কমিটি। তবে দলটির চারটি উপজেলা কমিটি বিলুপ্তের আদেশ বহাল রয়েছে। অনিয়মতান্ত্রিভাবে সংগঠন পরিচালনার অভিযোগে চলতি বছরের ১৪ মে রংপুর জেলা যুবলীগের কার্যক্রম স্থগিত এবং রংপুর সদর, গঙ্গাচড়া, মিঠাপুকুর ও তারাগঞ্জ উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল কেন্দ ীয় কমিটি। এছাড়া জেলা যুবলীগের আহ্বায়ককে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছিল। যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গতকাল মোবাইল ফোনে জানান, রংপুর জেলা যুবলীগের আহ্বায়কের বিরুদ্ধে পাওয়া অভিযোগ শুনানির জন্য ৩ সেপ্টেম্বর দলীয় ট্রাইব্যুনাল গঠন করা হয়। অভিযোগের বিপক্ষে আহ্বায়ক যে নথিপত্র উত্থাপন করেন তাতে তার বিরুদ্ধে পাওয়া অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। ফলে জেলা যুবলীগের কার্যক্রমের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় কার্যক্রম পরিচালনার আদেশ দেওয়া হয়েছে। তবে চারটি উপজেলা কমিটি বিলুপ্ত রাখার আদেশ বহাল রাখা হয়েছে।

এ সংক্রান্ত চিঠি দুই একদিনের মধ্যে পাঠানো হবে।  

জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদুন্নবী জুয়েল বলেন, চিঠি পাইনি। তবে আমার উপস্থিতিতেই ট্রাইব্যুনাল আদেশ দিয়েছে। সে অনুযায়ী দলীয় কার্যক্রম শুরু করা হয়েছে।

সর্বশেষ খবর