প্রবল বর্ষণ আর উজানের ঢলে হঠাৎ বেড়ে গেছে তিস্তা নদীর পানি। গতকাল সকাল থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে বসতবাড়ি ও আবাদি জমি। পানিবন্দী হয়ে পড়েছে তিস্তা পাড়ের প্রায় ২০ হাজার পরিবার। বসতঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছে তারা। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তিস্তায় হু-হু করে পানি বাড়ছে। মঙ্গলবার বিকালে ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে থাকলেও ওইদিন সন্ধ্যা থেকে পানি বৃদ্ধি পায়। রাত ৯টায় তা বিপদসীমা অতিক্রম করে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বুধবার সকাল ৬টা থেকে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলায় তিস্তার ডান তীরের দক্ষিণ ধুবনী এলাকার বাঁধ ভেঙে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। তিস্তার চরের রাস্তাঘাট ভেঙে যাওয়া চরের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ডালিয়া ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, উজানের ঢলে তিস্তা ব্যারাজের ৪৪টি জল-কপাট খুলে দেওয়া হয়েছে। রাতের দিকে তিস্তার পানি কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তায় তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। এতে ভারত থেকে পানি দ্রুত বাংলাদেশে প্রবেশ করছে। এর আগে গত ১১ জুলাই তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। কিছুদিনের ব্যবধানে আবার পানি বৃদ্ধি পাওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো স্থানীয় গাইডবাঁধ, স্কুল, মাদ্রাসা, কলেজ ও সড়কে আশ্রয় নিয়েছে। দেখা দিয়েছে খাদ্য সংকট। হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন, সার্বক্ষণিক তিস্তা পাড়ের মানুষের খোঁজখবর নেওয়া হচ্ছে। ত্রাণসামগ্রী এলেই বন্যার্ত পরিবারের মধ্যে বিতরণ করা হবে। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, বন্যা মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। বন্যার্ত পরিবারগুলোর জন্য এ পর্যন্ত ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
২০ হাজার পরিবার পানিবন্দী
বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর