এক মণ ধানের বাজারমূল্য বর্তমানে সর্বোচ্চ ৭০০ টাকা। এই ধান উৎপাদনের জন্য এক কেজি বীজ কিনতে কৃষককে ব্যয় করতে হচ্ছে ৩৫০ টাকা। অর্থাৎ এক কেজি ধানজীব কিনতে লাগে এক মণ ধানের দামে। এর সঙ্গে রয়েছে বীজতলা তৈরি, জমি চাষ, সেচ, আগাছা বাছাই, সার প্রয়োগ, ধান লাগানো ও কাটায় শ্রমিক খরচ। সব মিলিয়ে বোরো ধান চাষ করে কৃষকের লাভবান হওয়ার সুযোগ থাকে না বললেই চলে। উৎপাদন খরচের তুলনায় উৎপাদিত ফসলের দাম কম হওয়ায় ক্রমেই বোরো আবাদে উৎসাহ হারাচ্ছেন সুনামগঞ্জের কৃষকরা। ফলে বিপুল পরিমাণ জমি অনাবাদী পড়ে থাকার শঙ্কা রয়েছে। বোরো চাষীদের প্রণোদনা, বীনামূল্যে সার, বীজ, কীটনাশক, বিনাসুদে কৃষিঋণ এবং মৌসুম শেষে সরকারের তরফ থেকে ন্যায্যমূল্যে কৃষকের চাহিদা মতো ধান-চাল ক্রয় করে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সফর উদ্দিন বলেন, ‘বোরো চাষের জন্য কৃষকদের সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো প্রণোদনা দেওয়া হয় না। তবে কৃষকের সুবিধার কথা বিবেচনা করে সরকার সারের দাম প্রতি কেজিতে ৯ টাকা করে কমিয়েছে।’ কৃষকরা জানান, বছরের এই সময়ে বোরো আবাদের জন্য বীজতলা তৈরি করে তারা। বছরে একটিমাত্র ফসলের উপর নির্ভরশীল কৃষকরা ধান কাটার পর তার প্রয়োজন মেটাতে কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। ফলে নতুন করে ফসল উৎপাদনের জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন তা যোগানোর সামর্থ্য কম কৃষকেরই রয়েছে। এদিকে ধানের উৎপাদন খরচ বেশি ও বিক্রয়মূল্য কম হওয়ায় বর্গাচাষী ও জমি বর্গা দেওয়া গৃহস্থ দুই শ্রেণিই পড়েছেন বিপাকে। লাভ না হওয়ায় বর্গাচাষীরা জমি বর্গা নিতে উৎসাহ খুব একটা দেখাচ্ছেন না। দিরাই উপজেলার ঘিলটিয়ার হাওরের কৃষক জয় সেন জানান, ‘ধান ৪০০ টাকা মণ দরে বেচা শুরু করছিলাম, অনে সর্বোচ্চ ৬০০ থাকি সাড়ে ৬৫০। ধান বেচিয়াই তো আমরা নয়া কইরা হালচাষ করতাম। ধানের দাম না ফাইলে কেমনে কিতা করমু।’ সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, ‘বোরো চাষীদের সুবিধার জন্য বিশেষ প্রণোদনার প্রয়োজন হলে বিষয়টি সরকারকে জানাবো।’
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার