এক মণ ধানের বাজারমূল্য বর্তমানে সর্বোচ্চ ৭০০ টাকা। এই ধান উৎপাদনের জন্য এক কেজি বীজ কিনতে কৃষককে ব্যয় করতে হচ্ছে ৩৫০ টাকা। অর্থাৎ এক কেজি ধানজীব কিনতে লাগে এক মণ ধানের দামে। এর সঙ্গে রয়েছে বীজতলা তৈরি, জমি চাষ, সেচ, আগাছা বাছাই, সার প্রয়োগ, ধান লাগানো ও কাটায় শ্রমিক খরচ। সব মিলিয়ে বোরো ধান চাষ করে কৃষকের লাভবান হওয়ার সুযোগ থাকে না বললেই চলে। উৎপাদন খরচের তুলনায় উৎপাদিত ফসলের দাম কম হওয়ায় ক্রমেই বোরো আবাদে উৎসাহ হারাচ্ছেন সুনামগঞ্জের কৃষকরা। ফলে বিপুল পরিমাণ জমি অনাবাদী পড়ে থাকার শঙ্কা রয়েছে। বোরো চাষীদের প্রণোদনা, বীনামূল্যে সার, বীজ, কীটনাশক, বিনাসুদে কৃষিঋণ এবং মৌসুম শেষে সরকারের তরফ থেকে ন্যায্যমূল্যে কৃষকের চাহিদা মতো ধান-চাল ক্রয় করে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সফর উদ্দিন বলেন, ‘বোরো চাষের জন্য কৃষকদের সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো প্রণোদনা দেওয়া হয় না। তবে কৃষকের সুবিধার কথা বিবেচনা করে সরকার সারের দাম প্রতি কেজিতে ৯ টাকা করে কমিয়েছে।’ কৃষকরা জানান, বছরের এই সময়ে বোরো আবাদের জন্য বীজতলা তৈরি করে তারা। বছরে একটিমাত্র ফসলের উপর নির্ভরশীল কৃষকরা ধান কাটার পর তার প্রয়োজন মেটাতে কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। ফলে নতুন করে ফসল উৎপাদনের জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন তা যোগানোর সামর্থ্য কম কৃষকেরই রয়েছে। এদিকে ধানের উৎপাদন খরচ বেশি ও বিক্রয়মূল্য কম হওয়ায় বর্গাচাষী ও জমি বর্গা দেওয়া গৃহস্থ দুই শ্রেণিই পড়েছেন বিপাকে। লাভ না হওয়ায় বর্গাচাষীরা জমি বর্গা নিতে উৎসাহ খুব একটা দেখাচ্ছেন না। দিরাই উপজেলার ঘিলটিয়ার হাওরের কৃষক জয় সেন জানান, ‘ধান ৪০০ টাকা মণ দরে বেচা শুরু করছিলাম, অনে সর্বোচ্চ ৬০০ থাকি সাড়ে ৬৫০। ধান বেচিয়াই তো আমরা নয়া কইরা হালচাষ করতাম। ধানের দাম না ফাইলে কেমনে কিতা করমু।’ সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, ‘বোরো চাষীদের সুবিধার জন্য বিশেষ প্রণোদনার প্রয়োজন হলে বিষয়টি সরকারকে জানাবো।’
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা