আমন ধান, পাটসহ বিভিন্ন ফসল ঘরে তুলতে পারেনি কৃষক। আবাদ করতে পারেনি চলতি মৌসুমে রবিশষ্যও। এবার বোরো ধান রোপণ নিয়েও শঙ্কায় রয়েছেন তারা। খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায় কয়েক হাজার বিঘা জমি এখানো পানির নিচে। জলাবদ্ধতায় বার বার স্বপ্নভঙ্গ হচ্ছে ভেড়ামারা উপজেলার নওদা ক্ষেমিরদিয়াড় এলাকার তিন হাজার কৃষকের। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও কোনো ফল হয়নি। নওদা ক্ষেমিরদিয়াড় এলাকার মওলার বিলের জমি ঘিরে জীবন-জীবিকা এলাকার প্রায় তিন হাজার কৃষকের। এই জমি ঘিরেই তারা স্বপ্ন বোনেন। নামে বিল হলেও এর চারপাশের বিস্তীর্ণ জমিতে সারা বছর চাষাবাদ করেন কৃষকরা। বর্ষা যেমনই হোক বিলশুকা খাল ও হিসনা নদী দিয়ে মওলার বিলের পানি বের হয়ে যায়। এ কারণে চাষাবাদে সমস্যা হয় না। কিছু লোক বিলশুকা খাল ও হিসনা নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করায় এবার মওলার বিলের পানি বের হতে পারেনি। ফলে কৃষকের আমন ধানসহ অন্য ফসল ডুবে নষ্ট হয়েছে। রবিশষ্যের বীজও বপন করতে পারেননি তারা। আসন্ন বোরো মৌসুমে ধানের চারা রোপণ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বিলের ১৩ বিঘা জমি চাষাবাদ করেন কৃষক গোলাম মোস্তফা। তিনি বলেন, এ জমিতে প্রতি বছর আমন ধান, পাট, আখ, গম, খেসারি ও বোরো আবাদ করে আসছেন। এবার বর্ষায় বিলে পানি আটকে তার আমন ধান ও পাট ডুবে গেছে। এখনো জমিতে বুক সমান পানি। রবি শষ্যের বীজও বুনতে পারেননি। বোরো রোপণ করতে পারবেন কিনা বুঝতে পারছেন না। কৃষক রহমত আলী বলেন, হিসনা নদী ও বিলশুকা খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায় আটকা পড়ে বিলের পানি। বিল সংলগ্ন উঁচু জমিও ডুবে আছে। বর্গচাষী ভাদু বিশ্বাস বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ইউএনও কাছে গেছি। কেউ আমাদের কথা শুনছেন না। আমন ও রবি ফসল তো মার গেলই, বোরো আবাদ করতে না পারলে ছেলেমেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে।’
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা