সোমবার, ১৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

নৌযান শ্রমিকদের মজুরি ২০ হাজার টাকা দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেছেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ১১ বছরে পা দিয়েছে। নৌযান শ্রমিকরা রাত দিন ২৪ ঘণ্টা কাজ করতে হয়। গতকাল বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন সবুজ শিকদার। সমাবেশের পরে একটি র‌্যালি বের হয়ে নারায়ণগঞ্জ ৫নং খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যার তীরে গিয়ে র‌্যালিটি শেষ হয়। সবুজ শিকদার আরও বলেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকদের নদীতে থাকতে হয়। সন্ত্রাস, চাঁদাবাজ, ডাকাত, জলদস্যুদের দ্বারা নৌযান শ্রমিকরা প্রতিনিয়ত নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তিনি সব সেক্টরের শ্রমিকদের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

 নৌযান শ্রমিকদের মজুরী বৃদ্ধি করেছেন। আমাদেরকে খোরাকিভাতা দিয়েছেন। বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে। নৌযান শ্রমিকরা মজুরী বৈষম্যে ভুগছেন। কিছু মালিক শ্রমিকদের ন্যায্য দাবি থেকে বিতাড়িত করার পাঁয়তারা করে। আজকে মালিকরা সম্পদের পাহাড় গড়লেও শ্রমিকরা বিভিন্ন দফতরের লোকজনদের দ্বারা প্রতিনিয়ত লাঞ্ছিত অপমানিত হচ্ছেন। এছাড়া নৌযান শ্রমিকরা স্বল্প খরচে সারা দেশে পণ্য পৌঁছে দিচ্ছে। মাসের পর মাস তারা পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থাকে। মাস্টার ড্রাইভার পরীক্ষা দিতে গিয়েও শ্রমিকরা দালালদের খপ্পড়ে পড়ছে। পর্যাপ্ত লজিষ্টিক সাপোর্ট না থাকায় শ্রমিকরা বিভিন্ন সময়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। কিন্তু শ্রমিকদের পরিবার ক্ষতিপূরণ সঠিকভাবে পায় না। শ্রমিকদের মজুরী ২০ হাজার টাকা নির্ধারণ করতে হবে এবং ক্ষতিপূরণ ১২ লাখ টাকা নির্ধারণের দাবি জানান তিনি। নৌযান শ্রমিকদের দাবি আদায়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। 

সর্বশেষ খবর