রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডারের আসামি গ্রেফতার দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের আলোচিত ট্রিপল মার্ডার মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে গতকাল সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মানববন্ধন চলাকালে নিজের সন্তানের নিরাপত্তা চেয়ে নিহত আওলাদ হোসেন মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বলেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড। তা না হলে এমনভাবে তিনজন মানুষ খুন হতে পারে না। মিন্টুর শিশুকন্যাও তার বাবার হত্যাকারীদের বিচার চেয়ে ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ জানায়। উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে সালিশ বৈঠকে আওলাদ হোসেন মিন্টু, ইমন হোসেন, সাকিব হোসেনকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মিন্টুর স্ত্রী হত্যা মামলা করেন। ইতিমধ্যে সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

-মুন্সীগঞ্জ প্রতিনিধি

সাফারি পার্কে উদ্ধার লাশের পরিচয় মিলেছে

শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে ৩০ মার্চ উদ্ধার লাশের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম কবির হাসান (২২)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার জাবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাব। তাদের স্বীকারোক্তি ও যাচাই-বাছাইয়ের পর লাশের পরিচয় শনাক্ত করা হয়। আটকরা হলো ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মাসুদুর রহমান, আবদুল হালিম ও লাল্টু মিয়া। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, পাঁচটি মোবাইল ফোন সেট, দুটি ল্যাপটপ, একটি ডেক্সটপ, নগদ টাকাসহ কিছু দলিল-দস্তাবেজ উদ্ধার করা হয়।         -শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

বিদ্রোহী প্রার্থীর পদ প্রত্যাহারের আবেদন আওয়ামী লীগ নেতার

পিরোজপুরের নাজিরপুরে দলীয় প্রার্থীর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতার পদ প্রত্যাহার চেয়েছেন এক আওয়ামী লীগ নেতা। নৌকা প্রতীকের বিরুদ্ধে দোয়াত কলম নিয়ে নির্বাচন করে বহিষ্কার হওয়া দিপ্তীশ কুমার হালদারের পুনরায় পাওয়া পদ বাতিলের জন্য প্রধানমন্ত্রী বরাবর সম্প্রতি আবেদন করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার। ২০১৯ সালের ৩১ মার্চ নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার অমূল্য রঞ্জন হালদার। নির্বাচনে বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দিপ্তীশ কুমার। তখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।             -পিরোজপুর প্রতিনিধি

করোনা প্রতিরোধে নারায়ণগঞ্জে মাঠে প্রশাসনের আট টিম

জেলা ও পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইনের ব্যবস্থা করেছে। এ কার্যক্রমে অংশ নেন আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা পুলিশের আটটি টিম। তারা জেলার আটটি গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক বিতরণ করেন। এ সময় করোনার প্রকোপ থেকে বাঁচতে স্বাস্থ্য সচেতনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেক নাগরিক যাতে স্বাস্থ্যসচেতনতা অবলম্বন করেন এবং মাস্কটা পরিধান করেন।’

-নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর