বোবা কথা বলতে না পারলেও কান্না করতে পারে। আর সেই বোবা কান্নাও মানুষ শুনতে পান কিন্তু বোবা খালের বোবা কান্না কেউ শুনতে পান না। বরগুনার পাথরঘাটায় এ রকমই ‘বোবা’ খালের বোবা কান্নার ঘটনা এখন বিরাজমান। এক সময়ের যৌবন আজ শেষ প্রান্তে। খালের মধ্যেই ঘর তুলে মুরগির খামার করেছে। আস্তে আস্তে খাল ভরাট করে দখলে নিয়েছেন প্রভাবশালী মহল। এভাবে বোবা খালের কান্নাও বোবা হয়ে যায়। সরেজমিন দেখা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের প্রায় সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ বোবা খালটি আজ মৃত প্রায়। স্থানীয় প্রায় শতাধিক ব্যক্তি দখল করে নিয়েছে ওই খাল। ফলে ওই খালের প্রায় পুরোটাই ভরাট হয়ে এখন অস্তিত্বহীন হয়ে পড়েছে। এতে ওই এলাকার কয়েকশ লোকের অন্তত ২ হাজার বিঘা জমির আমন ফসলসহ চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এলাকাবাসীদের দাবি অবৈধ দখলদারের হাত থেকে খালটি উদ্ধার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। জানা গেছে, এক সময়ে বলেশ্বর নদের সংযোগ খাল ছিল এই বোবা খাল। বলেশ্বর নদ হয়ে পূর্বদিকে বিষখালী নদীতে প্রবাহিত হতো। দিনে দিনে আজ ওই খালটি স্থানীয় একটি মহল দখল করে বাগান বাড়ি, মুরগির ফার্ম, গরু পালন, কৃষি চাষাবাদ ও বসতবাড়ি নির্মাণ করায় খালটি বিলীনের পথে। খালটি এমনভাবে দখল করা হয়েছে যে, এখন অনেকাংশ থেকেই বোঝার উপায় নেই এখানে একটি খাল ছিল। এমনকি ওই খালের পশ্চিমাংশের সুইস ঘাটটিও বন্ধ করে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন তালুকদার ও ফিরোজ বিশ্বাস বলেন, স্লুইসগেট বন্ধ থাকায় বর্ষা মৌসুমে কৃষি জমি তলিয়ে যায় আর শুষ্ক মৌসুমে খেতে পানির প্রয়োজন থাকায় ওই স্লুইসগেট থেকে পানি ওঠতে পারে না। এতে দুই মৌসুমেই কৃষকরা কৃষি ফলাতে ব্যর্থ হচ্ছেন। ওই এলাকার উপ সহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, খাল সংলগ্ন এলাকায় পানির অভাবে বোরোসহ কৃষি চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। খালটির ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরি। পাথরঘাটা ইউএনও সাবরিনা সুলতানা বলেন, সরকারি জমি দখল এবং কৃষকের ক্ষতি এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এ ব্যাপারে শিগগিরি ব্যবস্থা গ্রহণ করব।
শিরোনাম
                        - ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার নির্দেশ নিয়ে যা বলল ইরান
- যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান : তুরস্ক
- যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
‘বোবা’ খালের কান্না
                        
                        
                                                     পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                     
                                                    
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর
                        
                        
                    
                     
                         
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        