বাগেরহাট সদর হাসপাতালের করোনা টিকা কেন্দ্রে গতকাল দুটির জায়গায় পাঁচটি বুথ চালু করেও মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য বিভাগ ও যুব রেড ক্রিসেন্ট সদস্যরা। প্রায় ২ হাজার মানুষ গতকাল সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত দাঁড়িয়ে করোনার সিনোফার্মের টিকা নিয়েছেন। তবে এই দীর্ঘ লাইনে মানা হয়নি স্বাস্থ্যবিধি। এ অবস্থার মধ্যে আজ (মঙ্গলবার) থেকে জেলার সব উপজেলায় দ্বিতীয় পর্যায়ে চালু হচ্ছে গণটিকা কার্যক্রম। সদর হাসপাতালের করোনা টিকা কেন্দ্রে গিয়ে গতকাল দেখা যায়, টিকা নিতে আসা লোকজনের দীর্ঘ লাইন। রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন প্রায় ২ হাজার নারী-পুরুষ। এদের অনেকে রেজিস্ট্রেশন করে মোবাইল মেসেজের নির্দিষ্ট তারিখের আগেই টিকা নিতে কেন্দ্রে হাজির হয়েছেন। টিকা নিতে আসা রহিমা বেগম, আবুল হাসনাত স্বপন, দিলীপ ঘোষ জানান, আগে যারা দুই ডোজ করোনা টিকা নিয়েছেন তারা আক্রান্ত হলেও দ্রুত সেরে উঠছেন। ওই সময়ে অনেকে প্রথম ডোজ নিয়ে টিকা সংকটের কারণে এখনো দ্বিতীয় ডোজ নিতে পারেননি। বাগেরহাটে দেড় মাস ধরে করোনা তান্ডব চালাচ্ছে। এ অবস্থায় সংক্রমণ থেকে বাঁচতে আগেভাগে তারা টিকা নিতে এসেছেন। সরকারি হাসপাতালে টিকা কেন্দ্রে লম্বা লাইনে স্বাস্থ্যবিধি না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, বাগেরহাটে করোনার গণটিকা দিতে দ্বিতীয় দফায় ২৩ হাজার টিকা পাঠানো হয়েছে। সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, গত ১৯ জুন থেকে সদরে দ্বিতীয় পর্যায়ে সিনোফার্মের গণটিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। কাল (মঙ্গলবার) উপজেলায় দ্বিতীয় পর্যায়ে চালু হচ্ছে গণটিকা কার্যক্রম। বাগেরহাট সদর হাসপাতালের করোনা টিকা কেন্দ্রে প্রতিদিনই টিকা গ্রহণে ইচ্ছুকদের ভিড় বাড়ছে। লোকজনের চাপ সামলাতে সোমবার থেকে এই কেন্দ্রে পাঁচটি বুথ চালু করা হয়েছে। তারপরও হিমশিম খেতে হয়েছে স্বাস্থ্য বিভাগ ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের। টিকার জন্য রেজিস্ট্রেশনের পর মোবাইল ফোনে মেসেজ এলে টিকা কেন্দ্রে আসতে বলা হচ্ছে।
শিরোনাম
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
টিকা নিতে লম্বা লাইন স্বাস্থ্যবিধির বালাই নেই
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর