আর মাত্র পাঁচ দিন পরই পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদ সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গরুর হাটগুলোতে প্রচুর দেশি গরু আমদানি শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে স্থানীয় গ্রাহক থাকলেও বাহির থেকে ব্যাপারী না আসায় অনেকটাই হতাশ বিক্রেতারা। প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হলেও পশুরহাটে তা মানা হচ্ছে না। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সামাজিক দূরত্ব নিশ্চিত করে ইজারদারদের গরুর হাট চালুর নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জেলার পাঁচ উপজেলায় ছোট-বড় ২২-২৩টি গরুর হাটে বেচাকেনা শুরু হয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে এই হাটগুলোতে কোরবানির ঈদের এক মাস আগে থেকেই গরু বিকিকিনি শুরু হয়। এবার করোনাভাইরাস মহামারী তীব্র আকার ধারণ করায় প্রশাসন পশুর হাট বন্ধ করে দেয়। সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে হাট চালুর নির্দেশনা দেওয়া হলেও তা মানছে না কেউ। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহফুজুর রহমান বলেন, হাটগুলোতে জনসচেতনতা সৃষ্টি করতে না পারলে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে শিবগঞ্জ উপজেলার বৃহত্তম তর্ত্তীপুর ও কানসাট হাট ঘুরে দেখা যায় দেশি গরুর আমদানি বেশি। এই দুই হাটের ইজারাদার মোজাম্মেল হোসেন এবং ডালিম হোসেন বলেন, ঈদ ঘনিয়ে এলেও এখনো হাট জমে উঠেনি। ইজারার আসল টাকা উঠবে কি না সন্দেহ রয়েছে। কারণ হাটে ক্রেতা-বিক্রেতা কম। জেলা প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর জেলায় কোরবানি পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৩ হাজার। বিপরীতে ছোট-বড় ১৩ হাজার ১৬২টি খামারে গবাদিপশু প্রস্তুত করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ১৮৬টি। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঈদের আগের রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের সব গরুর হাটে গবাদিপশু বেচাকেনা করা যাবে। তিনি বলেন, পশুর হাটগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা