আর মাত্র পাঁচ দিন পরই পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদ সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গরুর হাটগুলোতে প্রচুর দেশি গরু আমদানি শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে স্থানীয় গ্রাহক থাকলেও বাহির থেকে ব্যাপারী না আসায় অনেকটাই হতাশ বিক্রেতারা। প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হলেও পশুরহাটে তা মানা হচ্ছে না। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সামাজিক দূরত্ব নিশ্চিত করে ইজারদারদের গরুর হাট চালুর নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জেলার পাঁচ উপজেলায় ছোট-বড় ২২-২৩টি গরুর হাটে বেচাকেনা শুরু হয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে এই হাটগুলোতে কোরবানির ঈদের এক মাস আগে থেকেই গরু বিকিকিনি শুরু হয়। এবার করোনাভাইরাস মহামারী তীব্র আকার ধারণ করায় প্রশাসন পশুর হাট বন্ধ করে দেয়। সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে হাট চালুর নির্দেশনা দেওয়া হলেও তা মানছে না কেউ। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহফুজুর রহমান বলেন, হাটগুলোতে জনসচেতনতা সৃষ্টি করতে না পারলে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে শিবগঞ্জ উপজেলার বৃহত্তম তর্ত্তীপুর ও কানসাট হাট ঘুরে দেখা যায় দেশি গরুর আমদানি বেশি। এই দুই হাটের ইজারাদার মোজাম্মেল হোসেন এবং ডালিম হোসেন বলেন, ঈদ ঘনিয়ে এলেও এখনো হাট জমে উঠেনি। ইজারার আসল টাকা উঠবে কি না সন্দেহ রয়েছে। কারণ হাটে ক্রেতা-বিক্রেতা কম। জেলা প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর জেলায় কোরবানি পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৩ হাজার। বিপরীতে ছোট-বড় ১৩ হাজার ১৬২টি খামারে গবাদিপশু প্রস্তুত করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ১৮৬টি। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঈদের আগের রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের সব গরুর হাটে গবাদিপশু বেচাকেনা করা যাবে। তিনি বলেন, পশুর হাটগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
পশুর হাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর