বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বিরামপুরে সেতুতে নেই সংযোগ সড়ক

দিনাজপুর প্রতিনিধি

বিরামপুরে সেতুতে নেই সংযোগ সড়ক

দিনাজপুরের বিরামপুরে দুটি গ্রামের চলাচলের সংযোগ ঘটাতে গত ১০ মাস আগে সেতু নির্মাণ শেষ হলেও এর সঙ্গে সংযোগ সড়ক নেই। সড়ক না থাকায় বিরামপুরের জোতবানী ইউপির জোতবানী গ্রাম ও কাটলা ইউপির শৈলান গ্রামের সংযোগ স্থলের ফসলি মাঠের মাঝখানে সেতুটি নির্মিত হয়েছে। সড়ক না থাকায় ওই দুই গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছে। তবে এবার আমন ধান কাটা শেষ হলে সংযোগ সড়কের কাজ শুরু করা হবে বলে জানান বিরামপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী। জানা যায়, বিরামপুরের জোতবানী ইউপির জোতবানী ও কাটলা ইউপির শৈলান গ্রামের সংযোগস্থলে ফসলি মাঠ। মানুষের চলাচলের সড়ক নেই। সেতুর একপাশে গ্রাম অন্যপাশে ডোবা। স্থানীয়দের কোনো কাজে আসছে না। ২০১৮-১৯ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অধীনে প্রায় ২৪ লাখ ৫৪ হাজার ৯২৪ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। জোতবানী ও শৈলান গ্রামের মানুষের চলাচলে সুবিধার জন্য সেতু নির্মাণ করা হলেও সড়ক নির্মাণ করা হয়নি। তাই মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে শুধুমাত্র সেতুটি। স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে এখানে সেতুটি নির্মাণ করা হয়েছে। সংযোগ সড়ক না থাকায় এক গ্রামের মানুষ অন্য গ্রামে যেতে পারছে না। সেতু থাকলেও সড়ক না থাকায় চলাচল করতে পারছেন না তারা। সেতু বাদ দিয়ে বিকল্প পথ জমির আইল দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষার সময় তাদের আরও বেশি ভোগান্তি হয়। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হলে ৫ কিলোমিটার দূর দিয়ে ঘুরে তাদের যেতে হয়।

এ কারণে দ্রুত সড়কটি নির্মাণের দাবি এলাকাবাসীর। বিরামপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী জানান, সড়কের জন্য সেখানে সরকারি জায়গা আছে। এলাকাবাসীর জোরালো দাবির কারণে সেখানে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটির নির্মাণ কাজ গত বছরের নভেম্বর-ডিসেম্বরে শেষ হয়েছে। ধান চাষ আর বর্ষার কারণে সংযোগ সড়কটির নির্মাণ কাজ শেষ করতে দেরি হয়েছে। তবে এবারের আমন ধান কাটা শেষ হলেই সড়কের কাজ শুরু করা হবে।

সর্বশেষ খবর