সীমানা জটিলতা মামলায় ঝুলে থাকা ঝিনাইদহ পৌর নির্বাচন হবে আগামী ১৫ জুন। নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন পাঁচজন। তবে নির্বাচনে চারজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। অন্যজন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করেন। এখন পর্যন্ত জেলা আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরাতে পারেনি। দিন যতই যাচ্ছে দলীয় নেতারা একজন অন্যজনের প্রতি সন্দেহ করছেন। এদিকে নির্বাচনে যারা দাঁড়িয়েছেন তারা একজন অপরজনকে বিন্দু পরিমাণ ছাড় দিতে একেবারেই নারাজ। জানা গেছে, পৌর নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ প্রথম সারির এক ডজন ও পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ একাধিক নেতা দলীয় মনোনয়ন চান। কিন্তু কেন্দ্র বিচার-বিশ্লেষণ করে সাবেক ছাত্রলীগ নেতা ও প্রবীণ রাজনীতিবিদ আবদুল খালেককে দলীয় মনোনয়ন দেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে নেতারা অনেকে ক্ষুব্ধ হয়েছেন। নেতারা প্রকাশ্যে মিছিল-মিটিংয়ে অংশ নিলেও মনে মনে দলীয় প্রার্থী জয়ী হোক সেটা অনেকেই চাচ্ছে না বলে জানা গেছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেক ত্যাগী নেতা হলেও দলীয় নেতা-কর্মীরা ঠিকমতো কাজ না করলে নির্বাচনী বৈতরণী পার হওয়া কষ্ট হয়ে পড়বে। এ ছাড়া পৌর সভায় বিএনপি-জামায়তের ভোটাররা আওয়ামী লীগের প্রার্থী জয়ী হোক কখনো চাইবে না। সে ক্ষেত্রে নাগরিক ঐক্য ব্যানারে দাঁড়ানো প্রার্থী সেই সুবিধা পেতে পারেন। সে হিসেবে তিনি বাড়তি সুবিধা পেতে পারেন। অন্যদিকে শুরু থেকে নির্বাচনী মাঠে রয়েছেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান মাসুম। তিনিও দুযোর্গকালীন পৌরবাসীর পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। শহরে তার রয়েছে শক্তিশালী বলয়। অন্যদিকে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম ভোট ভিক্ষায় ব্যস্ত সময় পার করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা জানান, পৌর নির্বাচনের জন্য জেলা আওয়ামী লীগের সম্মেলন পিছিয়ে দেওয়া হয়েছে। পৌর নির্বাচনে দলের জন্য কে কতটুকু কী করছেন তার ওপর নির্ভর করে দলীয় পদ-পদবি। বিষয়টি কেন্দ্রীয় হাইকমান্ডের অবজারভেশনে রয়েছে বলেও তিনি দাবি করেন। সব মিলিয়ে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ শুরু করেছেন। ফলে তৈরি হয়েছে বিভক্তি। এমনটাই মনে করছেন পৌরবাসী। তারা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। তবে প্রার্থীরা ভোটারদের কাছে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা