দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুট। প্রতিদিন এ রুটে সাড়ে তিন থেকে ৯ হাজার যানবাহন পদ্মা পারাপার হয়। নদী পাড়ি দিতে ফেরির টিকিট নিয়ে যানবাহন চালকদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। অথচ দৌলতদিয়া-পাটুরিয়া প্রান্তে এখনো চালুই হয়নি অনলাইন টিকিট ব্যবস্থা। অভিযোগ রয়েছে, ঘাটের দালাল চক্রের কাছে ধরনা না ধরলে ভাগ্যে জোটে না অনেক যানবাহনের টিকিট। জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) টিকিট কাউন্টার রয়েছে উভয় পাড়ে। এই কাউন্টার ঘিরে দালালচক্র যানবাহন চালকদের টিকিট কিনে দেন। নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত অর্থ দিতে হয় দালালদের। ট্রাকচালক জামাল উদ্দীন বলেন, আমাদের ফেরিঘাটে লোক ঠিক করা আছে। তিনি টিকিট কেটে রাখেন। তাকে অতিরিক্ত টাকা দিতে হয়। ই-টিকিট পদ্ধতি চালু থাকলে মালিকরা টিকিট কেটে দিত। আমরা সেই টিকিট নিয়ে ফেরি পার হতাম। কোনো সমস্যা থাকত না। সেই পদ্ধতি দৌলতদিয়ায় নেই। জামান পরিবহনের সুপারভাইজার মনির আহম্মেদ বলেন, নদী পাড় হতে বাসের টিকিট মূল্য ১ হাজার ৮২০ টাকা। কিন্তু দালালের মাধ্যমে টিকিট করাতে হয় বলে বাস মালিকের অতিরিক্ত ২০০ টাকার মতো খরচ হয়। ই-টিকিট ব্যবস্থা থাকলে সুবিধা হতো। রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি রোধে পুলিশ কাজ করছে। অনেক দালাল গ্রেফতার হয়েছে। তবে ই-টিকিট পদ্ধতি চালু করা গেলে ভোগান্তি অনেক কমে আসবে। এতে যাত্রী ভাড়াও কমবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডবিব্লটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, সব ধরনের পরিবহনের জন্য ই-টিকিট পদ্ধতি চালু করলে সুবিধা হবে। দেশের যে কোনো প্রান্ত থেকে টিকিট ক্রয়ের বিষয়টি নিশ্চিত করা গেলে ঘাট এলাকায় দালাল থাকবে না। রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, পদ্মা সেতু চালু হলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোগান্তি কমে আসবে। তখন এই রুট নিয়ে ভিন্ন চিন্তা রয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়ন শুরু হয়েছে। আমার জানামতে ই-টিকিট পদ্ধতি চালুর প্রক্রিয়া চলমান রয়েছে।
শিরোনাম
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু
- পশ্চিম তীর সংযুক্তিকরণ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
- জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ল
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরির ই-টিকিট না থাকায় ভোগান্তি
রাজবাড়ী ও মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর